1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বিশ্বকাপে না থাকার কারন জানালেন তামিম - চ্যানেল দুর্জয়
শনিবার, ০৪ মে ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন

বিশ্বকাপে না থাকার কারন জানালেন তামিম

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

দুর্জয় স্পোর্টস : বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। শতভাগ ফিট না হওয়ার কারণে বিশ্বকাপ মিশনে দলের সঙ্গী হতে পারেননি তিনি।


যদিও তামিমের কাছে প্রস্তাব ছিল বিশ্বকাপে খেলার। তবে সেক্ষেত্রে তামিমকে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এর ভেতর ছিল নিজের ব্যাটিং অর্ডার পরিবর্তনের প্রস্তাবও।

বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য দেন তামিম ইকবাল।

তামিমকে বোর্ডের এক কর্তা প্রস্তাব দিয়েছিলেন, ব্যাটিং অর্ডার পরিবর্তন করে নিচে নেমে খেলতে। একই সঙ্গে প্রস্তাব দিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে না খেলারও।


তামিম বলেন, ‘এক-দুদিন পরে বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে একজন ফোন করলেন। তিনি বেশ সম্পৃক্ত আমাদের ক্রিকেটের সঙ্গে। উনি আমাকে ফোন করে বললেন, ‘তুমি তো বিশ্বকাপে যাবে। তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। তুমি এক কাজ করো প্রথম ম্যাচ খেলো না আফগানিস্তানের সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘বললাম ভাই এটা তো এখনও ১২-১৩ দিনের পরের কথা। ১২-১৩ দিনের পর তো আমি ভালো অবস্থায় থাকব। তারপর বলল, ‘তুমি যদি খেলো আমরা এ রকম একটা পরিকল্পনা করছি, আলোচনা করছি তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো।’

‘স্বাভাবিকভাবে বুঝতে হবে আমি কোন মানসিকতা থেকে এসেছি। আমাকে যদি হুট করে এ ধরনের কথা বলা হয়। আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনোদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি তিন-চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেওয়ার মতো ছিল। আমার এ রকম কোনো অভিজ্ঞতা নেই। আমি এটা ভালোভাবে নিইনি।’

তামিম আরও বলেন, আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি মনে করেছি আমাকে জোর করে করে বাধা দেওয়া হয়েছে। আমি তখন, বলেছি, দেখেন, আপনারা একটা কাজ করেন, আপনাদের এ রকম চিন্তাধারা থাকলে আমাকে পাঠিয়েন না। আমি নোংরামির মধ্যে থাকতে চাই না, তিনি যোগ করেন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১০:০৫)
  • ৪ঠা মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
260
3398897
Total Visitors