রায়হান হোসেন, চৌগাছাঃ
যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা কর্মসূচী ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। আনন্দ র্যালীটি এক পর্যায়ে বিক্ষোভে রুপ নিয়ে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে সেখানে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর কেক কেটে দিনটি উদযাপন করেন নেতৃবৃন্দ। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দীন ইটু, যুগ্ম-সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফিরোজ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর রুহুল আমিন, সাধারন সম্পাদক রোকনুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ প্রচার সম্পাদক নয়ন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে শেখ রাসেলের জন্মদিনে এদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান এক দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান বাবুল, প্রচার সম্পাদক চুন্নু বড়মিয়া, সদস্য শেখ আনোয়ার হোসেন, সুখপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে দিবসটি পালনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রের আয়োজনে পরিষদ মিলনায়তনে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।