নিজস্ব প্রতিবেদকঃ
দেশে বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের ত্রুটি রয়েছে। তাই রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভোক্তাদের ধাপে ধাপে পণ্য কেনার পরামর্শ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জে পৌর হকার্স মার্কেটের কাঁচাবাজার, ওষুধ ও মাংসের দোকানসহ নিত্যপণের বাজার পরিদর্শনকালে এ পরামর্শ দেন তিনি।
রমজান উপলক্ষে বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও মজুদ আছে বলে দাবি করেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। তিনি বলেন, সবাই শুরুতেই সব পণ্য কিনতে গেলে সরবরাহ ঘাটতি হবে। এতে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াবে।
তিনি বলেন, আমদানি নির্ভর যেসব পণ্য রয়েছে, সেগুলোর যোগান মোটামুটি ঠিক আছে। আমাদের বাজার ব্যবস্থাপনায় ত্রুটি আছে। সেগুলো ঠিক রাখতে আমরা কাজ করছি। একবারে পণ্য না কিনে ধাপে ধাপে কিনলে বাজারের ওপর চাপ পড়বে না।
গরুর মাংসের দাম বাড়ার সাথে অনেকগুলো বিষয় জড়িত। সেগুলো রোধ করা গেলে দেশে ৫০০ টাকা কেজিতেই মাংস খাওয়ানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। পরে জেলার ঘিওরে খাদ্যপণ্যের নিরাপত্তা ও পুষ্টিমান বিষয়ক কর্মশালায় যোগ দেন এএইচএম সফিকুজ্জামান।