নিজস্ব প্রতিবেদকঃ
চতুর্থ দিনের মতো প্রচার-প্রচারণা চলছে ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই গণসংযোগ শুরু করেছেন কুমিল্লা সিটি উপনির্বাচনের প্রার্থীরা। নগরীর ৮ নম্বর ওয়ার্ড টমছমব্রীজ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার গণসংযোগ শুরু করেন নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে।
এছাড়া সাড়ে ১১টায় ২ নম্বর ওয়ার্ড ফৌজদারি মোড় এলাকা থেকে গণসংযোগ শুরু করেন হাতি প্রতীকের প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ তানিম। আর ৩ নম্বর ওয়ার্ড কালিয়া জুরি এলাকায় গণসংযোগের কথা রয়েছে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনার।
তবে বসে নেই ময়মনসিংহ সিটি নির্বাচনের প্রার্থীরাও। সকাল থেকে তারাও বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন।