1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
শিশু-কিশোরদের মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা তুলে নিল উজবেকিস্তান - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

শিশু-কিশোরদের মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা তুলে নিল উজবেকিস্তান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

দূর্জয় আন্তর্জাতিক ডেস্ক:  মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ উজবেকিস্তানে অবশেষে শিশু ও কিশোরদের মসজিদে নামাজ আদায়ের ওপর থেকে অঘোষিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের কারণে মসজিদে নামাজ আদায়ে আরোপিত নিষেধজ্ঞা প্রত্যাহারের সঙ্গে মিলিয়ে চলতি সপ্তাহান্তে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, বাবা-মা, ভাই এবং ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে শিশু-কিশোররা মসজিদে যেতে পারবে।

আলজাজিরা জানায়, প্রয়াত প্রেসিডেন্ট ইসলাম কারিমভের আমলে প্রথমবারের মতো এই অঘোষিত নিষেধজ্ঞা জারি করা হয়েছিল।

অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে জোর দিয়ে বলা হয়েছে, শিশু-কিশোরদের মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞার কোনো আইন নেই।

এই নিষেধজ্ঞা কার্যত কট্টর ধর্মনিরপেক্ষ কারিমভের আমলে আরোপ করা হয়েছিল এবং ২০১৬ সালে তার মৃত্যুর পরও সেটা বহাল ছিল।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০১৯ সালের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষের কাছে শিশু-কিশোরদের মসজিদে যাওয়া, মেয়েদের হিজাব পরিধান এবং ছেলেদের দাড়ি রাখার অনুমতি চাওয়ায় গত বছর দুই ব্লগারকে আটক করে পুলিশ।

কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের প্রায় ৩০ বছর পরও উজবেকিস্তান কট্টর ধর্মনিরপেক্ষ। দেশটির সরকারের জন্য ধর্ম একটি স্পর্শকাতর বিষয়।

নিজের একনায়কতান্ত্রিক সরকার বহাল রাখলেও প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার এনেছেন।

প্রেসিডেন্ট কারিমভের সরকারে ১৩ বছরপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে শাভকাত। প্রকাশ্যে করিমভের প্রতি সম্মান প্রদর্শন অব্যাহত রাখলেও তার আমালের চরম নিপীড়নমূলক কিছু নীতিতে পরিবর্তন এনেছেন তিনি।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৮:১৫)
  • ১৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
260
3739950
Total Visitors