রায়হান হোসেন, চৌগাছাঃ
যশোরের চৌগাছায় লোকাল বাসের চাকার নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে শামীম হোসেন (২৭) নামের অন্য এক বাসের হেল্পার। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় চৌগাছা-যশোর সড়কের চৌগাছা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত শামীম উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আড়সিংড়ীয়াপুকুরের আকবর আলীর ছেলে।
নিহতের ভগ্নিপতি আজিজুর রহমান জানান, দুপুরের সময় ডিভাইন হাসপাতালের পাশের তেলপাম্পের উদ্দেশ্যে বাজার থেকে যশোরগামী একটি লোকাল বাসে (এ. এ. আফ্রিদি যার নাম্বার-ঢাকা মেট্রো-জ-০৪-০৭১৬) ওঠে শামীম। বাসটি তেলপাম্পের সামনে পৌছানোর সাথে সাথেই সামনে দরজা থেকে লাফ দেয় সে। অসাবধানতার কারনে পড়ে যাওয়ার পর পিছনের চাকার নিচে চাপা পড়ে যায় শামীম। এসময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরূরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লুৎফুন্নেসা লতা বলেন, মাথার বাম পাশে ও দুই হাতে প্রচন্ড আঘাতে মাত্রাতিরিক্ত রক্তক্ষরনের ফলে হাসপাতালে পৌছানোর পূর্বেই শামীমের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় জড়িত বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।