যশোর প্রতিনিধি : জনগণের সামনে বিএনপিকে আওয়ামী লীগের মত সন্ত্রাস হিসেবে বলার চেষ্টা করছে জামায়াত এমন মন্তব্য করে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান জামায়াতে ইসলামী কে অনুরোধ করে বলেন ভোট পাওয়ার আশায় এসব কথা বলে জনগণের বিরাগভাজন ছাড়া কিছু হবেননা।
মঙ্গলবার বিকেলে যশোরের চৌগাছায় উপজেলা বিএনপির কর্মী সভায় এসব কথা বলেন মিজানুর রহমান খান।
জামায়াতের সাথে ঐক্যের কারনে আজকে বিএনপির এই দুর্দশা উল্লেখ করে তিনি আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে একসাথে যুদ্ধের ময়দানে নেমে মীর জাফরের মত বিএনপির বুকে গুলি না চালাতে জামায়াতের প্রতি আহ্বানও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাড. আলিবুদ্দিন খান সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্টানে সভাপতিত্ব করেন স্বরূপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু।