1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যশোরে ট্রাফিক কন্সটেবলকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা আটক - চ্যানেল দুর্জয়
সদ্যপ্রাপ্ত :

যশোরে ট্রাফিক কন্সটেবলকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা আটক

  • প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫
আটক ছাত্রদল নেতা শাওন। ছবি : চ্যানেল দুর্জয়।

যশোর প্রতিনিধি : যশোরে সড়কে পেশাগত দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধরের অভিযোগে শাওন ইসলাম সবুজ নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) রাত ৮ টার দিকে যশোর জেনারেল হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। শাওন যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহফুজুর রহমান জানিয়েছেন,  ট্রাফিক পুলিশ সদস্য কে এম শরিফুল ইসলাম শনিবার রাত ৮ টার দিকে শহরের জেল রোডে দায়িত্বরত অবস্থায় ছিলেন। সেখানে রাস্তার ওপর মোটরসাইকেল আড় করে আড্ডা দিচ্ছিলেন শাওন ও তারবন্ধু। ব্যস্ততম জায়গায় এভাবে দাঁড়ানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছিলো। তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন ওই পুলিশ সদস্য। এ সময় ছাত্রদল নেতা শাওন বলেন ‘তোর টিআই আমাকে গাড়ী সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ী সরাইতে বলিস, তোর এতো সাহস কিভাবে হয়’। তারপরও বাইকটি সরাতে বললে কিছু বুঝে ওঠার আগেই ওই পুলিশ সদস্যের নাকে মুখে ঘুষি মারে এবং ইউনিফর্ম ছিড়ে দেয়। তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে সাধারণ জনগণের সহায়তায় ওই ছাত্রদল নেতাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ সদস্য কে এম শরিফুল ইসলাম কোতয়ালি মডেল থানায় ছাত্রদল নেতা শাওন সহ অজ্ঞাতনামা আরও একজেনর বিরুদ্ধে সরকারী দায়িত্বপালনে বাধা ও মারপিটের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

সরকার বিরোধী টিকটক করে যশোরে আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় শাওন ইসলাম সবুজ নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলা করা হয়েছে।

যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর -ই- আলম সিদ্দিকী জানিয়েছেন , ডিউটিরত অবস্থায় একজন কন্সটেবলকে মারধর করে এবং ইউনিফর্ম ছিড়ে ফেলে। তার নাক দিয়ে রক্ত ঝরছিলো। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহযোগীতায় শাওন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল আদালতে হাজির করা হবে।

‘বাণী চিরন্তন’

তোমার এক বন্ধুর সাথে অন্য কোনো বন্ধুকে পরিচয় বা বন্ধুত্ব করিয়ে দিলে মানে দুই বন্ধুকেই হারিয়ে ফেললে। একসময় দেখা যাবে তোমার ঐ দুই বন্ধু একে অপরের ঘনিষ্ট বন্ধু হয়ে গেছে আর তুমি দুজনেরই শত্রু হয়ে গেছ।

-রেদোয়ান মাসুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
01 যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। - হযরত মোহাম্মদ (সাঃ)।

02`একবার আপনি ভয়কে প্রত্যাখ্যান করলে, আপনি সত্যকে গ্রহণ এবং প্রতিফলিত করার জন্য নিখুঁত প্রার্থী হয়ে উঠবেন।-সুজি কাসেম।

আজকের দিন তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ১১:০৭)
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
  • ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

184
Live
visitors
©All rights reserved © 2020 Channel Durjoy চ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme