1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
গৃহবধুকে নির্মম নির্যাতনের পর পুলিশের সহায়তায় উদ্ধার - চ্যানেল দুর্জয়
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

গৃহবধুকে নির্মম নির্যাতনের পর পুলিশের সহায়তায় উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২০

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের মেয়ে যশোর অভয়নগরে স্বামীর বাড়িতে নির্যাতনের শি’কার গৃহবধুকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিউটি নামের এই গৃহবধুকে তার স্বামী ভারতে পাচারে ব্যর্থ হয়ে নির্মম নির্যাতনের পর আটকে রাখেছে বলে অভিযোগ নির্যাতিতা ও তার স্বজনদের। অভয়নগর উপজেলার জিয়লতলা গ্রামে স্বামীর বাড়ি থেকে পুলিশের সহায়তায় স্বজনরা বিউটিকে উদ্ধার করে বৃহস্পতিবার (৬জুলাই) সকালে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।নির্যাতিতা গৃহবধু ও তার স্বজনরা জানায়, নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আমাতন মোল্যার মেয়ে বিউটির সঙ্গে, অভয়নগর উপজেলার জিয়লতলা গ্রামের জোয়ার সরদারের ছেলে আল-আমিনের বিয়ে হয়। বিয়ের পর বিউটি স্বামী রফিকুলের মাদকাসক্তি ও দ্বিতীয় বিবাহের কথা জানতে পারে। কিছুদিন না যেতেই আল আমিন টাকার দাবিতে বিউটির উপর নির্যাতন শুরু করে। পিতৃহী’ন বিউটির হতদরিদ্র পরিবারের তেমন কোন স’ঙ্গতি না থাকালেও মেয়ের সুখের কথা ভেবে বিভিন্ন সময় তারা ধারদেনা করে জামাইকে অনেক টাকা পয়সা দেন, কিন্তু নিস্বকর্মা আল-আমিনের সীমাহী’ন দাবি মেটানো বিউটির পরিবারের পক্ষে সম্ভব না হওয়ায় এর মাশুল হিসেবে বিউটিকে বিভিন্ন সময় ভোগ করতে হয়েছে অবর্ণনীয় নির্যাতন। টাকা পয়সা না পেয়ে এক পর্যায়ে আম-আমিন বিউটিকে ভারতে পাচার করে টাকা হাতানো ফন্দি করে, কিন্তু বিউটি স্বামীর মনোভাব বুঝতে পেরে ভারত যেতে রাজি না হওয়ায় শুরু হয় বিউটির উপর নির্যাতন।নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার থেকে দফায় দফায় নির্যাতনকরে কোন প্রকার চিকিৎসা না দিয়ে বিউটিকে ঘরে আটকে রাখা হয়। এ ভাবে দুই দিন কেটে যাওয়ার পর স্বজনরা খবর পেয়ে অভয়নগর থানার সহায়তায় বিউটিকে উদ্ধার করে বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতালে এনে ভর্তি করে। বিউটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসক জানান। নির্যাতিতা ও তার স্বজনরা এ নির্মমতার দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেছেন। তারা মামলা প্রস্তুতি নিচ্ছেন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (সন্ধ্যা ৬:৫৬)
  • ৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
214
3494259
Total Visitors