1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
পিরোজপুরে জোয়ারের পানিতে ওসির বাসভবন প্লাবিত - চ্যানেল দুর্জয়
সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

পিরোজপুরে জোয়ারের পানিতে ওসির বাসভবন প্লাবিত

  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২০

পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদের অতিরিক্ত জোয়ারের পানিতে মঠবাড়িয়া মাছুয়া খাল সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। মঠবাড়িয়া থানার সামনের সড়কসহ অফিসার ইনচার্জের বাসভবনে জোয়ারের পানি উঠেছে। জোয়ারের সময় অফিসার ইনচার্জের পরিবারসহ থানা সংলগ্ন কোর্য়াটারে থাকা নারী পুলিস সদস্যরাও পানি বন্ধি হয়ে পড়ে। জোয়ারের পানি ওঠায় স্যাতস্যাতে পরিবেশে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারা। এক জোয়ারের পানি লোকজন দিয়ে নিস্কাশন করার পর আরেক জোয়ারের পানি নিয়ে চিন্তিত থাকতে হয় তাদের। হাঁটু পরিমাণ পানিতে থানা পুকুরের অন্তত ২০,০০০/-টাকার মাছ ভেসে গেছে।

মঠবাড়িয়া থানার সামনের আঞ্চলিক মহা সড়কটিও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পৌরসভার ৩নং ওয়ার্ডের শতাধিক পরিবারের ঘরের পোঁতা তলিয়ে গেছে। সাপলেজা ইউনিয়নের খেঁতাছিড়া গ্রামের তিনশত পরিবার পানি বন্ধি হয়ে পড়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বড়মাছুয়া খাল সংলগ্ন বালু ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার বালু ভেসে গেছে। বলেশ্বর উপকূলবর্তী এলাকায় মঠবাড়িয়া উপজেলায় ঘের ও পুকুর জোয়ারের পানিতে প্লাবিত হয়ে প্রায় অর্ধ কোটি টাকার মাছ ভেসে গেছে।

মঠবাড়িয়া থানার ওসির বাসভবন জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার ব্যাপারে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার বিষয়টি সাময়িক সমস্যা হলেও পরবর্তীতে যাতে প্লাবিত না হয় সে জন্য স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওযা হবে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (সন্ধ্যা ৭:৫৪)
  • ৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৭শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
285
3467284
Total Visitors