1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ভোলায় প্রতিবন্ধী পরিবারের উপর হামলা, রেহাই পায়নি ১০ মাসের শিশু - চ্যানেল দুর্জয়
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন

ভোলায় প্রতিবন্ধী পরিবারের উপর হামলা, রেহাই পায়নি ১০ মাসের শিশু

  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

ভোলা প্রতিনিধি : ভোলায় প্রতিবন্ধী পরিবারের উপর হামলায় শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধা সহ একই পরিবারের ৬ জন আহতের অভিযোগ পাওয়া গেছে। বর্বরোচিত ঐ হামলার হাত থেকে রক্ষা পায়নি শারীরিক প্রতিবন্ধী ফরমুজল (৬৫) ও তার ১০ মাসের নাতি ওমর।

ঘটনাটি ঘটেছে বোরহানউদ্দিন উপজেলার মাইনকা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আদর্শ বাজার সংলগ্ন এলাকায়।

আহতরা হচ্ছে, শারীরিক প্রতিবন্ধী ফরমুজল (৬৫), তাসলিমা (৫০), রাজিব (১৮), উম্মে হাবিবা (২৫), ওসমান( ১০ মাস), হাফেজ মাহামুদুল্লাহ (৫৫)। এদের মধ্যে ফরমুজল, তাসলিমা ও রাজিব গুরুতর আহত অবস্থায় দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক প্রতিবন্ধী ফরমুজল জানান, শুক্রবার সকালে নিরব এর নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী সঙ্গবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে লঠিসোটা নিয়ে আমাদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে পরিবারের ৬ সদস্যকে গুরুতর জখম করে। তাদের নির্মম হামলার হাত থেকে আমার ১০ মাসের নাতি ও রক্ষা পায়নি। এসময় হামলাকারীরা আমার মেয়ে উম্মে হাবিবাকে মারধর করে তার সঙ্গে থাকা স্বর্নালংকার নিয়ে যায়। স্থানীয়রা আমাদেরকে হামলাকারীদের হাত থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, গত ২০ বছরে অত্র এলাকায় এরকম নির্মম হামলার ঘটনা ঘটেনি। নিরব গংরা এলাকা দুষ্ট প্রকৃতির লোক। এর পূর্বেও নীরবের নেতৃত্বে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। পঙ্গু মোয়াজ্জেমের পরিবারটি অনেক অসহায়। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত বিচারের দাবী জানান।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (ভোর ৫:৩৯)
  • ৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
205
3478829
Total Visitors