1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
টেস্ট ক্রিকেটে ২১ বছরে পা রাখলো বাংলাদেশ - চ্যানেল দুর্জয়
রবিবার, ১৯ মে ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

টেস্ট ক্রিকেটে ২১ বছরে পা রাখলো বাংলাদেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

টেস্ট ক্রিকেটে ২০ বছর পার করেছে বাংলাদেশ। আজ টেস্ট ক্রিকেটে ২১ বছরে পা রাখল লালসবুজের সৈনিকেরা।

২০০০ সালের এই দিনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট খেলতে নামে বাংলাদেশ। এখন পর্যন্ত ১১৯টি টেস্ট খেলেছে টাইগাররা। যেখানে বাংলাদেশের জয় মাত্র ১৪টি, ড্র ১৬টি।

আমিনুল ইসলাম বুলবুল, নাইমুর রহমান দূর্জয়, খালেদ মাসুদ পইলট, আকরাম খানরা ২০ বছর আগের এই দিনে প্রথমবার মাঠে নেমেছিলেন সাদা পোষাকে। টেস্টে হাতেখড়ি হয়েছিলো বাংলাদেশের। বর্ণিল সাজে সেজেছিলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সেদিন আমিনুলের ১৪৫, কিংবা দুর্জয়ের ৬ উইকেট শিকার লাল-সুবুজদের স্বপ্ন দেখিয়েছিলো লাল বল নিয়ে।

জহির খান-সুনীল জোশিদের চোখে চোখ রেখে সেদিন কথা বলেছিলো হাবিবুল বাশার আর আমিনুলের ব্যাট।

প্রথম টেস্টে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ১৪৫ রান করেন তিনি। প্রথম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন নাইমুর রহমান দূর্জয়। এছাড়াও টেস্টে বাংলাদেশের হয়ে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে মুশফিকুর রহিমের।

আর একটি করে ডাবল সেঞ্চুরি রয়েছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের।

টেস্টে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬৩৮। ২০১৮ সালে উইন্ডিজের বিপক্ষে ইনিংস এবং ১৮৪ রানের জয় টাইগারদের সবচেয়ে বড় জয়। এই উইন্ডিজের বিপক্ষেই সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয়েছিলো টাইগাররা।

৪ হাজার ৪১৩ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। ৪ হাজার ৪০৫ রান নিয়ে পরেই আছেন তামিম ইকবাল। এরপর আছেন সাকিব আল হাসান, হাবিবুল বাশার, মুমিনুল হকরা।

২১০ উইকেট নিয়ে বোলিংয়ে সবার উপরে আছেন সাকিব আল হাসান। ১১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে তাইজুল ইসলাম। আর প্রথম ১০০ উইকেটের মালিক তৃতীয় স্থানে থাকা মোহাম্মদ রফিক।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (দুপুর ১২:০৮)
  • ১৯শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
138
3843295
Total Visitors