1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
‘আরআরআর’ মুক্তি পেলে হল পুড়িয়ে দেওয়ার হুমকি - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত :
আজ থেকে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয় চান্দু হয়ে চমকে দিলেন কার্তিক  লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মের পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণে সব পরিকল্পনা করেছে ভারত’ বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রেফারির সিদ্ধান্তে অধিনায়ক ছাড়া কেউ অসম্মান দেখালে ‘হলুদ কার্ড’ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন চৌগাছায় দুর্বৃত্তের দেওয়া বিষে নষ্ট হলো কৃষকের ৪বিঘা জমির পাট ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা: ওবায়দুল কাদের দুর্নীতির অজুহাতে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে: টিআইবি

‘আরআরআর’ মুক্তি পেলে হল পুড়িয়ে দেওয়ার হুমকি

  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

‘বাহুবলি’-খ্যাত এসএস রাজামৌলি পরিচালিত নতুন ছবি নিয়ে এলো হুমকি। ‘আরআরআর’ নামের ছবিটি মুক্তি পেলে হল পুড়িয়ে দেওয়া হবে। প্রকাশ্যে এমনই হুমকি দিলেন বিজেপি সাংসদ বান্দি সঞ্জয় কুমার। খবর- সংবাদ প্রতিদিন।

এই নেতার অভিযোগ, ‘আরআরআর’-এ আদিবাসী যোদ্ধা কোমারাম ভীমের অসম্মান করা হয়েছে। ‘রাইজ রোর রিভল্ট’, এই তিন শব্দের প্রথম অক্ষর নিয়েই তৈরি ‘আরআরআর’। রাজামৌলির পরিচালনায় ছবিতে ভীমের চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। দাক্ষিণাত্যে যিনি তারক নামেও পরিচিত। ২১ অক্টোবর ভীমের চরিত্রের টিজার প্রকাশ্যে আসে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের সূত্রপাত। আদিবাসী নেতার পরনে মুসলিম পোশাক কেন? কেন তার চোখে সুরমা আর মাথায় টুপি? এই প্রশ্ন ওঠে। তা নিয়েই প্রকাশ্য জনসভায় ক্ষোভ প্রকাশ করেন সঞ্জয়।

জানান, ইতিহাসকে বিকৃত করা হলে পরিচালকে ছেড়ে দেওয়া হবে না। নাটকীয়তার জন্য কোমারম ভীমের মতো যোদ্ধার মাথায় টুপি পরানো মেনে নেওয়া হবে না। সিনেমায় যদি আদিবাসী সমাজ ও কোমারাম ভীমের অসম্মান করা হয়ে থাকে রাজামৌলিকে লাঠিপেটা করার হুমকিও দেন। পাশাপাশি জানিয়ে দেন যে প্রেক্ষাগৃহে ‘আরআরআর’ মুক্তি পাবে তা পুড়িয়ে দেওয়া হবে।

এর আগে ভীমের নাতিও ইতিহাস বিকৃতি নিয়ে সাবধান করে দেন। নইলে প্রতিহতের ঘোষণা দেন।

সোনে রাও জানান, পরিচালকের উচিত ছিল আগে তাদের সঙ্গে যোগাযোগ করা। কোমারম ভীমের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া। দাক্ষিণাত্যের আদিবাসীদের কাছে ভীম ঈশ্বরতূল্য। ইতিহাসকে এভাবে বিকৃত করা যায় না বলেও বিরক্তি প্রকাশ করেন।

এর আগে রাজামৌলি জানিয়েছিলেন তিনি কেবল ইতিহাসের দুই বিখ্যাত চরিত্র কোমারাম ভীম ও আল্লুরি সীতারামাকে নিয়েছেন। বায়োপিক নয় কাল্পনিক পরিস্থিতিতে এই দুই আইকনিক চরিত্রের ভিন্ন কাহিনী নিয়েই সিনেমা তৈরি করেছেন। সীতারামার চরিত্রে আছেন রামচরণ। ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট ও অজয় দেবগন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৯:১৩)
  • ১৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
197
3773440
Total Visitors