1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
জীবনের জন্য তার জটিল জটিল র্দশনের আর দরকার নেই : বিদ্যুৎ। - চ্যানেল দুর্জয়
রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

জীবনের জন্য তার জটিল জটিল র্দশনের আর দরকার নেই : বিদ্যুৎ।

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০

খোলা জানালা ডেস্ক।। মানুষ সহজাত প্রকৃতির হয়। কখনো অতীতে হারিয়ে যায়, আবার কখনো ভবিষ্যতের স্বপ্ন দেখে।


এটিকে আপনি র্দশন বা পরিকল্পনা বলতে পারেন। তবে এমন কিছুসময়আসে যখন সমস্ত কিছুউলট
পালট হয়ে যায়। যদি অতীতে আপনার ক্ষত ও দাগ থাকে সেগুলো তুচ্ছ এবং অপ্রাসঙ্গিক হয়ে যায়।
আবেগ, অনুভূতি, উচ্চ পদ র্মযাদা, ধন সম্পদ, আকাঙ্ক্ষা এবং উচ্চাকাঙ্ক্ষা গুলো তাদের
আপেক্ষিক গুরুত্ব হারাতে পারে।


র্বতমানে করোনা ভাইরাসের ভয়ে মানুষ গৃহবন্দী। তবে এটি এখনো আমাদের অনেক কিছুশেখাচ্ছে।
আমাদের র্ধেয্য ধরতে, স্থির থাকতে এবং শেষ র্পযন্ত আমাদের জীবনের ভারসম্য বজায় রাখতে
সহায়তা করছে। কোন স্বর্নিভর বই না পড়েই কোভিড-১৯ আমাদের জীবনের সত্যিকার বিষয়গুলো
বিবেচনা করা, চিন্তাভাবনা করা এবং মূল্যায়ন করার জন্য র্পযাপ্ত সময়ের ব্যবস্হা করে দিয়েছে।
গত দশকে সুখের সাধনায় স্ব- পরিচালন গাইড, মোটিভেশনাল স্পিকার এবং আধ্যাত্নিক গুরুর প্রচুর
পরিমাণে উত্থান ঘটেছে। কিন্তুসময়আমাদের হটা করে শিখিয়েছে একটি ভাল জীবনের জন্য সত্যিই
প্রয়োজনীয় কি ? প্রতিটি ব্যক্তি এখন সুস্থ ও বেঁচে থাকার বিয়ষে চিন্তিত। আমরা কি কোভিড- ১৯
এর ভয়ে শঙ্কিত হয়ে পড়েছি বা আমাদের কি অন্ধ বিশ্বাস আছে যে প্রকৃতি আমাদের রক্ষা করবে ?
মহামারিটি প্রমাণ করে যে প্রকৃতি র্সবাধিক শক্তিশালী। তবুও আমাদের উদ্ধার করার জন্য বিজ্ঞান
এবং প্রযুক্তির উপর র্নিভর করতে হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি বৈপরীত্য তথ্যও প্রকাশিত হয়েছে।


সমাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত অনেক যুবক মানব সংযোগের গুরুত্ব বুঝতে পেরেছে। প্রযুক্তির
সমালোচনা করা লোকেরা প্রযুক্তির সুবিধা ভোগ করছে। গত কয়েক মাস আমাদের শিখিয়েছে পৃথিবী
আর তার আগের রুপে ফিরবে না, কারোর জাতীয়তা, র্বণ, লিঙ্গ, র্ধম এবং বিশ্বাস যাই হোক না কেন।
আমাদের একমত হতে হবে যে আমরা একটি নতুন জীবনযাত্রা শিখছি যা নতুন আর্দশ হয়ে উঠবে।
আমাদের ভয়পাওয়ার দরকার নাই যে সমস্ত কিছুশেষ হয়ে যাবে। আমাদের কেবল বুদ্ধিমান, সাবধানী , বাস্তববাদী , আত্মসংযমী এবং আত্নবিশ্বাসী হতে হবে। জীবনের জন্য তার জটিল জটিল র্দশনের আর দরকার নেই।

লেখকঃ
মোঃ মামুন হাসান বিদ্যুৎ
এমবিএ ( অধ্যায়নরত)
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সন্ধ্যা ৭:৪২)
  • ৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
334
3438685
Total Visitors