অসৎ ব্যবসায়ী এবং শয়তানের সভা
গাজী শহিদুল ইসলাম
রমজানে শয়তানে হয়ে যায় বন্দী
ব্যবসায়ীর সাথে তারা করে যায় সন্ধি
শয়তানে ডেকে বলে শোনো অসৎ ব্যবসায়ী
আমাদের ক্ষমতা তোমাদের দিয়ে যাই ।
পণ্যের চড়া দামে হবে তুমি লাভবান
দারুণ সুযোগ এটা এলো ফিরে রমজান
কথায় কথায় বলবে আমি এক রোজাদার
আমার মতো সৎ নেই তো কেউ আর
এছাড়াও নানাভাবে করে ছল চাতুরী
কম দরের পণ্য বেশি দরে বিক্রি
অসৎ মুনাফায়ে হবে তুমি ধনী
জেল থেকে বের হয়ে এটা যেনো শুনি
ব্যবসায়ী হেসে বলে শোনো ওগো শয়তান
বুঝাতে হবেনা আর আমরা বড় বেঈমান
পঁচা মাল রমজানে চালাবো দেদারসে
বিশ্বাস করবে ক্রেতা দেখে মোর লেবাসে ।
এগারো মাস পরে এক মাস পাই
ঈমান ধ্বংস করে লাভবান হই
ক্রেতার গলায় ছুরি, ধরি মোরা হাসিয়া
কথার মারপ্যাচে ক্রেতা যায় ফাঁসিয়া ।
শয়তানের নেতা বলে জানি সবই জানি
তাইতো আমার নেতা তোমাদের মানি ।
Leave a Reply