মুক্তি নাকি প্রেম
নাবিলা নুপূর
খুব জানতে ইচ্ছে করে
আমায় ছেড়ে গিয়ে কি পেয়েছিলে ?
মুক্তি নাকি প্রেম!
যদি মুক্তির জন্য গিয়ে থাক,
তাহলে প্রার্থনায় রাখবো
এই মুক্তি যেন সারাজীবনের
জন্য তোমার হয়।
আর যদি প্রেমের জন্য ছেড়ে যাও,
তাহলে জেনে রেখো
এখানেই গল্পের শেষ নয়।
যাকে তুমি যা দেবে,
ঠিক সেটাই আবার নিজের জন্য
ফেরত পেতে হয়।
তাই ভুলে যেও না
এখানেই গল্পের শেষ নয়।
Leave a Reply