তোমাকে চেয়েছিলাম
নাবিল নূপুর
একটা ঘর চেয়েছিলাম
তুমি পথ দেখিয়ে দিলে।
শান্ত নদী চেয়েছিলাম
তুমি সমুদ্রের ঢেউ দিয়েছিলে।
ভালোবাসার লাল রঙ চেয়েছিলাম
তুমি বেদনার নিলে ভরেদিলে।
গোলাপ চেয়েছিলাম
তুমি কাটারআঘাত দিয়ে গেলে।
তারা ভরা আকাশ চেয়েছিলাম
তুমি অমাবশ্যা করে দিলে।
স্বপ্ন চেয়েছিলাম
তুমি বিনিদ্র রাত দিয়ে গেলে।
পূর্ণিমার চাঁদ চেয়েছিলাম
তুমি কলঙ্ক এঁকে গেলে।
স্বস্তির নিঃশ্বাস চেয়েছিলাম
তুমি দীর্ঘস্বাস দিয়ে গেলে।
একটু প্রেম চেয়েছিলাম
তুমি বিরহ দিয়ে গেলে।
আমি তোমাকে চেয়েছিলাম
তুমি চলে গেলে।
Leave a Reply