প্রাপ্য
নাবিলা নূপুর
এক জীবনে প্রাপ্য ছিলো
অনেক কিছুই আমার।
একটা ঘর আমারও হতো
যেমনটা হয় সবার।
একজোড়া চোখ অপেক্ষারত।
একটা হৃদয় প্রেমে অক্ষত।
একটা বাহুর আলিঙ্গনে,
মাতাল করা ঘ্রাণে ভরা ওষ্ঠাধরে
চুম্বনে যার আমি হব দিশেহারা।
জোছনা রাতে চাঁদের আলোয়
তোমার সাথে স্নানে,
নিষিদ্ধ এক প্রেমের ছোঁয়ায়
ভেসে যাব বানে।
প্রাপ্য ছিলো এই জীবনে
একটা শুধু তোমার।
অপ্রাপ্যই হয়ে রইলে তুমি শুধু আমার।
Leave a Reply