1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
“শিক্ষকের মর্যাদা” এম হানিফা - চ্যানেল দুর্জয়
রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

“শিক্ষকের মর্যাদা” এম হানিফা

  • প্রকাশিত : রবিবার, ২৫ জুলাই, ২০২১

করতে নাহি জানে যারা জীবনে
শিক্ষকের মর্যাদা
কে বলে মানুষ তারা এই সমাজে
তারা হচ্ছে গাধা।

জীবন কাটে জ্ঞানদানে এই মহান শিক্ষক জাতির
সীমিত চাহিদায় থেকে
জাতি গড়ার অন্যতম কারিগর হলেন তারা
জানে তা সর্ব লোকে।

সভ্যতার অভিভাবক হলেন এই জ্ঞান তাপসগণ
যুগে যুগে হচ্ছে আর প্রমাণ
পেশা হিসেবে শ্রেষ্ঠ হলো একমাত্র শিক্ষকতা
নিঃস্বার্থে তারা করে থাকেন জ্ঞানদান।

একটি দেশে ছিন্নমূল থেকে ধনীক শ্রেণির শিশুরা
সবাইকে তারা গড়েন তোলেন শিক্ষা-দীক্ষায় যোগ্য
কেবল পেয়ে অর্থ নয় কেবল যথাযথ শ্রদ্ধার বিনিময়
রাখতে হবে মনে তাদের সেবা কখনো নয় বিনিময়যোগ্য।

তাইতো বলা হয় আদর্শ জীবন গড়তে প্রথমত মাতা-পিতা
করিও সবে জীবনের সর্বক্ষেত্রে তাদের মান্য
দ্বিতীয়ত মানতে হয় পরম শিক্ষাদাতাকে সফল জীবন পেতে
তাহলেই মানুষের উভয় জীবন হবে সুন্দর ও ধন্য।

মাতা-পিতার সাথে থাকে রক্তের বন্ধন
শিক্ষকের সাথে থাকে তার ছাত্রদের আত্মার
সময় থাকতে সবাই তাদের করিও সেবা যতন
তখনি স্বার্থক হবে মানবকূলে জন্ম নেয়াটা সবার।

মানুষের জন্ম হলেও তার মায়ের গর্ভ থেকে
শিক্ষকগণ হলেন জীবনে মোদের দ্বিজ কারিগর
এই সত্যকে জীবনে অবহেলা করা মহা ভুল
বুঝে সবে তা পুরোপুরি পেলে সত্যকারের জ্ঞানকে।

যে জন ছিল আপন তোমার-আমার সকলের
গড়তে জীবন পিতা-মাতার সাথে দিয়েছেন শ্রম শিক্ষাগুরু
না করলে তাদের প্রাপ্য সম্মান জীবনে যে যতো বড়ই হৌক
রাখতে হবে তাদের স্মরণ যাদের দিয়ে সবার জীবন শুরু।

যতো বিদ্বানই হউক যে কেউ তার এই জীবনে রাখবে মনে
আসেনা তার জীবনে সুখ-শান্তি আর সঠিক কিছু
পিতা-মাতা-শিক্ষাগুরুর দোয়া আর প্রাকৃতিকভাবে স্নেহ-মায়া
না থাকলে এটা নিশ্চিত ভাবে বলা যায় তারাই জীবনে পরে থাকে পিছু।

রাখতে হবে সবার মনে এই কথাটি সবাই আমরা হলাম ছাত্র
পেতে এই জীবনে আলো কোন না কোন শিক্ষকের
যতো বড় আর ক্ষমতাধর ও ধনীই হইনা কেন এই জীবনে
রাখতে হবে স্মরণ পিতা-মাতা আর শিক্ষকদের অবদানের।

শিক্ষককে যে জাতি করে উচ্চ মূল্যায়ন সব ক্ষেত্রে জীবনভর
যতই আসুক আপদ বিপদ এ জাতির কখনো হয়না অবনতি
যে জাতি করতে পারেনা তাদের সম্মান আর যথাযথ মূল্যায়ন
তাদের নিশ্চিত হবে সকল ক্ষেত্রে নানা রকম অবনতি।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ৮:৫৭)
  • ১৯শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
97
3855818
Total Visitors