1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বটিয়াঘাটায় দূর্গামন্দিরে গ্রিলে তালা দিয়ে পূজার কাজে বাধা সৃষ্টির অভিযোগ - চ্যানেল দুর্জয়
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় দূর্গামন্দিরে গ্রিলে তালা দিয়ে পূজার কাজে বাধা সৃষ্টির অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

বিশেষ প্রতিনিধি,বটিয়াঘাটা খুলনা : বটিয়াঘাটা উপজেলার কোদলা গ্রামে দুর্গাপূজায় দূর্গামন্দিরে প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে তালা দিয়ে পূজার কাজে বাধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এব্যাপারে কোদলা সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক ভবেন্দ্রনাথ মন্ডল বলেন, এলাকার শৈলেন্দ্রনাথ মন্ডল নামের এক দুর্ধর্ষ প্রকৃতির লোক ১১ অক্টোবর সোমবার দুপুর ৩টার সময় দুর্গা মন্দিরের গ্রিলে তালা দিয়ে ধর্মীয় কাজে বাধাগ্রস্ত করে। পূজা কমিটি সূত্রে জানা যায়, শৈলেন মণ্ডলের নেতৃত্বে স্থানীয় নীলিমা মন্ডল,তপতী মন্ডল,দেবী রানী,কালি মন্ডল,ও মলিনা মন্ডল উক্ত ধর্মীয় প্রতিষ্ঠান দুর্গামন্দিরে তালা দিয়ে পূজার কাজে বাধা সৃষ্টি করে। পরে দুর্গা মন্দির কমিটি ও এলাকাবাসি,স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় সন্ধ্যা আনু: ৬ টার সময় তালা ভেঙ্গে ফেলা হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শৈলেন গ্রুপ ও বর্তমান পূজা কমিটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় এই পূজার ভিতর দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অভিমত সচেতন মহল ও এলাকাবাসীর। এ বিষয় অভিযুক্ত শৈলেন্দ্রনাথ মন্ডল এর নিকট জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং বলেন এই ঘটনার সাথে আমি জড়িত নই। সচেতন মহল ও এলাকাবাসি বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১০:৩৫)
  • ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
134
3276384
Total Visitors