1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বরিশালে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জন করোনা আক্রান্ত ছিলেন - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত :
পাবনার সুজানগর খাদ্য বিষক্রিয়ায় শিশু শিক্ষার্থীর মৃত্যু সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিএফইউজে ও জেইউজের তীব্র নিন্দা এক বিভাগ বাদে সারাদেশে চতুর্থ দফায় ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি নিখোঁজের দুইদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের উপদেষ্টা প্রণব কুমার বড়ুয়া মারা গেছেন দক্ষতা ছাড়া শুধু জ্ঞান অর্জন করলে আমরা পিছিয়ে পড়বো: শিক্ষামন্ত্রী রিকশাচালকদের মাঝে ৩৩ হাজার ছাতা বিতরণ ডিএনসিসির রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করবো না: স্বাস্থ্যমন্ত্রী চৌগাছার সাপেকাটা রোগীর যশোর সদর হাসপাতালে মৃত্যু যশোরে হিট স্ট্রোকে স্কুলশিক্ষকের মৃত্যু

বরিশালে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জন করোনা আক্রান্ত ছিলেন

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

ওমর আল হাসান, ব্যুরো চীফ বরিশালঃ বরিশাল বিভাগে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে করোনা উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়। নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে তারা করোনা আক্রান্ত ছিলেন, এমনটি নিশ্চিত হওয়া যায়। এছাড়া ওই সময়ে নতুন করে আরও ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্তে সংখ্যা ৪ হাজার ৫০৭ এবং মৃত্যু বেড়ে ৯৪।

শুক্রবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের একটি দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল অফিস সূত্র জানায়, সম্প্রতি উপসর্গ নিয়ে মারা যাওয়া বরিশাল নগরীর কলেজ রোড এলাকার রণপ্রিয় দাস (৬৫), আলেকান্দা এলাকার লোকমান সিকদার (৬৫), বরিশালের মুলাদী উপজেলার হোসেন মৃধা (৭০), ঝালকাঠি জেলা সদরের আইনজীবী আনিস সিকদার (৬৫), বরগুনা জেলার আমতলী উজেলার মোজাম্মেল (৮৫) ও তালতলী উজেলার আলতাফ হোসেনের (৪৮) নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৯৪ জন হলো।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, এ পর্যন্ত বরিশাল জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় ২ হাজার ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে ৭৭৪ জন, ভোলায় ৪২২, পিরোজপুরে ৪৪৩, বরগুনায় ৪৪৩ এবং ঝালকাঠিতে ৩৭৬ জন রয়েছেন। বিপরিতে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৪৩ জন।

মারা যাওয়া ৯৪ জনের মধ্যে বরিশাল শহরসহ জেলায় ৩৬ জন, ঝালকাঠিতে ১২, পিরোজপুরে ৭, পটুয়াখালীতে ২৫, বরগুনায় ৯ ও ভোলায় ৫ জন আছেন।’

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৮:১৫)
  • ৩রা মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
272
3370389
Total Visitors