1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে মাঠে নেমেছে ইশা - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত :
পাবনার সুজানগর খাদ্য বিষক্রিয়ায় শিশু শিক্ষার্থীর মৃত্যু সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিএফইউজে ও জেইউজের তীব্র নিন্দা এক বিভাগ বাদে সারাদেশে চতুর্থ দফায় ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি নিখোঁজের দুইদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের উপদেষ্টা প্রণব কুমার বড়ুয়া মারা গেছেন দক্ষতা ছাড়া শুধু জ্ঞান অর্জন করলে আমরা পিছিয়ে পড়বো: শিক্ষামন্ত্রী রিকশাচালকদের মাঝে ৩৩ হাজার ছাতা বিতরণ ডিএনসিসির রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করবো না: স্বাস্থ্যমন্ত্রী চৌগাছার সাপেকাটা রোগীর যশোর সদর হাসপাতালে মৃত্যু যশোরে হিট স্ট্রোকে স্কুলশিক্ষকের মৃত্যু

সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে মাঠে নেমেছে ইশা

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২০

ওমর আল হাসান, ব্যুরো চীফ বরিশালঃ সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীর আন্দোলন দিন দিন উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। অপরদিকে সরকারী বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ করার বাস্তবায়ন কমিটি ও বরিশাল জেলা (বাসদ) আহবায়ক কমিটি ইতিমধ্যে মানববন্ধন কর্মসূচি পালন করাসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রালয়ে স্বারকলিপি প্রদান করা হয়েছে। বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রালয়ে স্বারকলিপি প্রদান করা হবে বলে টাউন হল চত্বরে এক সংবাদ সম্মেলনে বাস্তবায়ন কমিটি আহবায়ক এ্যাড. মানবেন্দ্র ব্যাটবল ও কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কর্মসূচির ঘোষনা করেন।

এদিকে সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী গণ স্বাক্ষর কর্মসূচি সদর রোডে অব্যাহত রয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নগরের প্রাণ কেন্দ্র সদররোডে সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে ইসলামী শাষনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বরিশাল মহানগর ইসলামী শাষনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামেদী। এসময় আরো বক্তব্য রাখেন মুহাম্মাদ জাহিদুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বলেন, দেশের প্রতিটি জেলায় ইতিহাস-ঐতিহ্যকে বহন করার জন্য জেলার নামেই নন্দিত শিক্ষাপীঠ গড়ে উঠেছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রালয় মাদারীপুরের সরকারী নাজিমুদ্দিন কলেজকে মাদারীপুর সরকারী কলেজ নাম করনের প্রদক্ষেপ গ্রহন করেছে। অন্যদিকে বরিশালের একটি কুচক্র মহল বরিশাল কলেজের নাম ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত ও উদ্যোগ গ্রহন করে মাঠের পরিবেশকে নষ্ট করার মিশন ষড়যন্ত্রে মেতে উঠেছে। ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠন সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তন করার মিশন বাস্তবায়িত হতে দেবে না। একই সময় তারা সরকারী বরিশাল কলেজেন অপরিবর্তিত রাখার জন্য সরকারের কাছে দাবী জানান।

অপরদিকে সরকারী বরিশাল কলেজের নাম অপবির্তিত রাখার দাবীতে নগরের প্রাণকেন্দ্র সদর রোডে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে সাত দিনব্যাপী গণ স্বাক্ষর কর্মসূচির চতুর্থ দিন শনিবার বেলা সাড়ে ১২ টা পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষ গন স্বাক্ষর সিটে স্বাক্ষর করে সমর্থন জানিয়েছে বলে এখান সমন্বয়কারী শিক্ষার্থী নাজমুল হাসান রনি বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৭:০৬)
  • ৩রা মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
294
3369097
Total Visitors