1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
চৌগাছায় ৭মাস পর ময়নাতদন্তের জন্য তোলা হলো লাশ - চ্যানেল দুর্জয়
বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

চৌগাছায় ৭মাস পর ময়নাতদন্তের জন্য তোলা হলো লাশ

  • প্রকাশিত : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

রায়হান হোসেন, চৌগাছাঃ

যশোরের চৌগাছায় বিপ্লব হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ির লাশ দাফনের প্রায় ৭ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করেছে পিবিআই।

সোমবার সকালে উপজেলার দেবীপুর গ্রামে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান ও চৌগাছার সহকারী ভূমি কমিশনার গুঞ্জন বিশ্বাস,পিবিআই,ডিএসবি এবং চৌগাছা থানার কর্মকর্তাদের উপস্থিতিতে তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বিপ্লব গত ১ মার্চ ২০২২ তারিখে চৌগাছা কোটচাদপুর সড়কের মুক্তদাহ মোড়ে সড়ক দূর্ঘটনায় মারা যায় বলে খবর প্রচার হয়। এ ঘটনায় বিপ্লবকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দাবি করে একই এলাকার ৫ জনকে অভিযুক্ত করে ১৬ মে একটি মামলা করেন তার স্ত্রী নাছরিন আক্তার।

মামলাটি আমলে নিয়ে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ এর নির্দেশে সোমবার তার লাশ উত্তোলন করা হয়।

নিহতের স্ত্রী নাছরিন সুলতানা অভিযোগে উল্লেখ করেছেন, “আমার স্বামী একজন সার ব্যবসায়ি। প্রতিবেশি আরশাদ আলীর সাথে ২৮ ফেব্রুয়ারি একটি কুকুরের বাচ্চা নিয়ে বিরোধ হয়। এর দুই দিন পরে আরশাদ আলী, তার দুই ছেলে ও সহযোগীরা ১ মার্চ সন্ধ্যায় মুক্তদাহের মোড়ে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।”

মামলার আসামিরা হলেন উপজেলার দেবিপুর গ্রামের মৃত শমসের মালিথার ছেলে আরশাদ আলী, আরশাদ আলীর ছেলে আরিফ হোসেন (৩৫), আলামিন (৩০), একই গ্রামের রমজান মালিথার ছেলে আরিফুল ইসলাম (৩২) ও নিয়ামতপুর গ্রামের বুদো এর ছেলে বিপুল হোসেন (২৮)।

মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান।

লাশ উত্তোলনের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বুধবার (বিকাল ৪:৫১)
  • ১৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
261
3721431
Total Visitors