শুনেছি এখন নাকি তার
খবর নেওয়ার মানুষ হয়েছে
তাই আজ থেকে আমার ছুটি।
ছুটি হয়েছে প্রত্যাশার প্রাপ্তি থেকে
অবিরাম স্বপ্ন দেখা
হাস্যজ্জল মুখে সহস্র কষ্ট সহ্য করা
ছুটি হয়েছে অধীর আগ্রহে
স্বজনের পথ পানে চেয়ে থাকা।
ছুটি হয়েছে দিনভরে কথাবলেও
রাত জেগে চিঠি লেখা
সোনালী প্রেমের শব্দ বুনে
জীবন খাতায় স্মৃতি আঁকা।
ছুটি হয়েছে হাজার কথার ছলে
মান ভাঙ্গানোর ভীষণ লীলা
জগৎ জুড়ে যার আশে
তরী ছেড়ে পাল উড়া।
ছুটি হয়েছে প্রেম যমুনার উতাল গাঙ্গে
ঢেওয়ের তালে নাইতে যাওয়া
প্রেম অনলের নিঠুর দাহে
চিত্ত পুড়ে ছাই হওয়া।
ছুটি হয়েছে আকাশ পানে চেয়ে
লক্ষ তারার মাঝে তোমায় খোঁজা
জোছনার আহ্বানে প্রলাপ বকতে থাকা।
জীবন ধরায় সঙ্গী বলে
তোমায় নিয়ে ভাবতে থাকা।
ছুটি হয়েছে সত্যিই আজ
তোমায় ভালোবেসে ঠকে যাওয়া।