1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যশোরে ওয়ালটন কোম্পানির গোডাউনে চুরির ঘটনায় চারজন আটক - চ্যানেল দুর্জয়

যশোরে ওয়ালটন কোম্পানির গোডাউনে চুরির ঘটনায় চারজন আটক

  • প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

রিপন গাজী : যশোরের দড়াটানায় ওয়ালটন কোম্পানির গোডাউনে চুরির ঘটনায় চারজনকে আটক করেছেন পুরাতনকসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটকরা হলেন নীলগঞ্জ সাহাপাড়ার মাহামুদ রায়হান লিখন, নীলগঞ্জ তাঁতিপাড়ার আসাদুজ্জামান আসাদ, বেজপাড়া নলডাঙ্গা রোডের শাহারিয়ার মোস্তফা ছাহিল ও কচুয়া গ্রামের বিল্লাল হোসেন।
পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ রেজাউল করীমের নেতৃত্বে একটি টিম শনিরাব রাত থেকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

রেজাউল করীম জানান, গাড়িখানার ওয়ালটন প্লাজার দুইতলায় তাদের গোডাউন রয়েছে। সেখানে গত ১৭ নভেম্বর রাতে দরজার তালা ও হ্যাজবোল্ড ভেঙে চোরেরা গোডাউনে প্রবেশ করে। এসময় এলইডি টিভি, তারসহ বিভিন্ন মালামাল নিয়ে ছাদে রাখে চোরেরা। পরে সেখান থেকে নিচে ফেলার সময় আশপাশের লোকজন টের পেয়ে যান। চোরেদের ধাওয়া করলে মালামাল ছাদে ফেলে আট কয়েল তার নিয়ে পালিয়ে যায়। যার দাম এক লাখ ৫২ হাজার টাকা।
এঘটনায় ওয়ালটনের ক্যাবল ম্যানেজার মোস্তফা খালিদ ওমর বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলার পরই তদন্ত কর্মকর্তা এসআই হেলাল উজ্জামান আসামিদের শনাক্ত ও আটক করেন। এসময় তাদের কাছ থেকে খোয়া যাওয়া এক কয়েল তার উদ্ধার করা হয়। রোববার বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (সন্ধ্যা ৭:১২)
  • ৫ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
  • ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
74
2282755
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme