ডেক্স রিপোর্ট||ভোটদান থেকে বিরত থাকার আহ্বানে রাজধানীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা। সোমবার সকালে উত্তরের বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে লিফলেট বিতরণ করেন তারা।
সকালে উত্তরায় আজমপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, জনগণ সরকারের পাতানো নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তারা সরকারকে ইতোমধ্যেই লালকার্ড দেখিয়ে দিয়েছে।
তিনি বলেন, কথিত নির্বাচন কমিশন নামের ইন্তিকাল কমিশন স্বীকার করতে বাধ্য হয়েছে যে, দেশে অনায্য নির্বাচন করা হলে জাতীয় অর্থনীতিতে ধস নামবে এবং আগামী দিনে আরও স্যাংশন আসবে।
কোনো কোনো প্রার্থীর আত্মস্বীকৃতির কথা উল্লেখ করে জামায়াত নেতা রেজাউল করিম বলেন, তারা নিজেদের ভারতের প্রার্থী বলে দাবি করে পুলকবোধ করছেন। যা রীতিমতো রাষ্ট্রদ্রোহিতা। মূলত এই সরকারই অবৈধ ও বিনাভোটের সরকার। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এই নৈশভোটের সরকারকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই পরাভূত করা হবে, ইনশাআল্লাহ।
এছাড়া মিরপুর ৬০ ফিট সড়ক, শেরেবাংলা নগর এবং ভাষানটেকসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।