ছাকিন হোসেন: বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক ও ডিবিসি নিউজের যশোর প্রতিনিধি সাকিরুল কবীর রিটনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন টেলিভিশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এক যুক্ত বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সভাপতি শেখ দিনু আহমেদ , সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ও টেলিভিশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব শিকদার খালিদ এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
নেতৃদ্বয় ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। নেতৃদ্বয় বলেন, সংবাদপত্র ও সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। তাই সাংবাদিক সাকিরুল কবীর রিটনের কিছু হলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।
অপর এক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়ার এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।