1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ময়মনসিংহে প্রতারনা করে ১৩ বিয়ে অত:পর ডিবি’র হাতে গ্রেফতার - চ্যানেল দুর্জয়
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

ময়মনসিংহে প্রতারনা করে ১৩ বিয়ে অত:পর ডিবি’র হাতে গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪


নিজস্ব প্রতিবেদকঃ 

ময়মনসিংহে নৌবাহিনীর পরিচয় দিয়ে ১৩জন মেয়েকে,বিবাহের মাধ্যমে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক মহিদুল ইসলামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুর সারে ১২ টায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা প্রেস বিফ্রিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি জানান মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে মুহিদুল ইসলাম মইদুল।তিনি আরো জানান বাংলাদেশ নৌবাহিনীর এমএলএসএস হিসাবে ২ বছর চাকুরি করার পর বিধি বহির্ভূতভাবে বাল্যবিবাহ করার অপরাধে হয়ে আসামী মহিদুল প্রতারনার মাধ্যমে বিবাহকেই তার পেশা হিসাবে বেঁছে নেয়। শশুরবাড়ি থেকে টাকা হাতিয়ে নেওয়া জন্য চক্র তৈরি করে।মানিকগঞ্জে তিনজন,টাঙ্গাইলে তিনজন,কিশোরগঞ্জে একজন এবং ময়মনসিংহে ছয়জনকে বিয়ে প্রায় অর্ধ কোটি কোটি হাতিয় নেয়। তার প্রতারণার ফাঁদ থেকে প্রতিবন্ধী নারীও রেহায় পায়নি। প্রতিবন্ধীর মাসিক ভাতার সামান্য টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য সে টাঙ্গাইল জেলার একজন প্রতিবন্ধী নারীকেও বিবাহ করে। আসামী মহিদুল ইসলাম এর কাছে নৌবাহিনীর ভূয়া আইডি কার্ড,বাহিনীর ব্যবহার্য ট্রাকসুট এবং বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি পাওয়া যায়।মহিদুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জামালপুর ও টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ১:৫২)
  • ২৮শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
204
3279018
Total Visitors