নিজস্ব প্রতিবেদকঃ
জেল থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আবারও দিবাস্বপ্নে বিভোর হয়েছেন। সরকার ক্ষমতায় থাকলে বিএনপি আন্দোলনের ইস্যু যে খুঁজে পাবে না, তা হাড়ে হাড়ে টের পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়েতে আওয়ামী লীগের যৌথসভা শুরুর আগে এ মন্তব্য করেন তিনি। আন্দোলনের জন্য না ভেবে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে এ সময় বিএনপিকে পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কে কী বললো তা নিয়ে মাথাব্যথা নেই আওয়ামী লীগের। গণতান্ত্রিক বিশ্ব নিঃসংকোচেই বাংলাদেশের গুরুত্বকে মেনে নিয়েছে।
যেসব জেলায় আওয়ামী লীগের কমিটি নিয়ে বিরোধ আছে, তাদের ঢাকায় ডেকে সমস্যা সমাধানের জন্য সাংগঠনিক সম্পাদকদের নির্দেশও দিয়েছেন তিনি।