1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
প্রিয় ৩ জয়ের গল্প মাশরাফি বিন মর্তুজার - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত :
আজ থেকে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয় চান্দু হয়ে চমকে দিলেন কার্তিক  লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মের পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণে সব পরিকল্পনা করেছে ভারত’ বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রেফারির সিদ্ধান্তে অধিনায়ক ছাড়া কেউ অসম্মান দেখালে ‘হলুদ কার্ড’ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন চৌগাছায় দুর্বৃত্তের দেওয়া বিষে নষ্ট হলো কৃষকের ৪বিঘা জমির পাট ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা: ওবায়দুল কাদের দুর্নীতির অজুহাতে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে: টিআইবি

প্রিয় ৩ জয়ের গল্প মাশরাফি বিন মর্তুজার

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২০

ক্রীড়া প্রতিবেদক।।মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ৫০টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এতগুলো জয় থেকে মাশরাফিকে তিনটি জয় বেছে নিতে বলা হয়েছিল ফেসবুক লাইভ আড্ডায়। আর এমনটি করতে বলেছিলেন বর্তমান অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে মাশরাফি কিছুটা দ্বিধায় থাকলেও পরে জানিয়েছেন সেই প্রিয় ৩টি ম্যাচের কথা।


মাশরাফি প্রথমবারের মতো অধিনায়কত্ব পান ২০০৯ সালে। কিন্তু ওই সফরেই ছিটকে যান বাংলাদেশের সফলতম অধিনায়ক। এরপর ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন পথচলা শুরু। এই বছরে মার্চের ৬ তারিখ সেই পথচলা থামার আগে মাশরাফি পূরণ করেন জয়ের হাফসেঞ্চুরি। লাইভে এ প্রসঙ্গেই তামিম প্রশ্ন করেন মাশরাফিকে, ‘আপনার নেতৃত্বে আমরা ৫০টি ম্যাচ জিতেছি। যা আমাদের জন্য অবিস্মরণীয় অর্জন। আর অধিনায়ক হিসেবে আপনার এই পরিসংখ্যান সত্যিকার অর্থে অসাধারণ। আপনার হিসেবে এই জয়গুলোর মধ্যে সেরা তিন কোনগুলো? যা আপনার খুব প্রিয়।’
তামিমের এমন প্রশ্নে শুরুতে মজা করে উত্তর দেন মাশরাফি, ‘তুই (তামিম) আমাকে দুপুরে যখন কথা হলো তখন বলে রাখতি।’ তার পরেই মাশরাফি জানালেন, ২০১৫ বিশ^কাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় ও ঘরের মাঠে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একমাত্র জয়টির কথা, ‘অবশ্যই ইংল্যান্ডের সঙ্গে ২০১৫ বিশ^কাপে। যে ম্যাচ জিতে আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করি। অবশ্যই অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব ও রিয়াদের শতকে ভর করা ম্যাচটা। সে জয়টা অবিশ^াস্য। এছাড়া ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটা। যে ম্যাচে তাসকিন মাঝে বোলিংয়ে এসে ৩টা উইকেট নিল।’


সোমবার মাশরাফি-তামিমের ফেসবুক আড্ডায় ছিল সবশেষ বিশ^কাপের গল্প। ইংল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ^কাপের পুরোটায় পাদপ্রদীপের আলোয় ছিলেন সাকিব আল হাসান। ৮ ম্যাচে করেছেন ৬০৬ রান, নিয়েছেন ১১ উইকেট। সেঞ্চুরি করেছেন দুটি, হাফসেঞ্চুরি পাঁচটি। এক আসরে সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেও একটি ম্যাচে করেছিলেন কেবল ৪১ রান। সাকিবের এমন পারফরম্যান্সের পরও একরাশ হতাশা নিয়ে বিশ^কাপ শেষ করেছে বাংলাদেশ। এমন ব্যর্থতার জন্য নিজেদেরই কাঠগড়ায় দাঁড়া করালেন মাশরাফি-তামিম।


তামিম বলেন, ‘আমি মনে করি আমি এবং আপনি যদি আরও ২৫ ভাগও দিতে পারতাম। তাহলে আমরা সেমিফাইনাল খেলতাম। আপনি নতুন বলে উইকেট নিতেন, যেটা সব সময় আপনি করে আসছেন, ওটা আমরা বিশ^কাপে পাইনি। ফলে আমরা সমস্যায় পড়ে গিয়েছি। দ্বিতীয়ত আমি সাকিবের সঙ্গে বড় জুটি গড়তে পারিনি। এখানে সফল হলে আমার বিশ^াস, আমরা সেমিফাইনাল খেলতাম।’ মাশরাফি সহজভাবেই মেনে নিলেন তামিমের যুক্তি।


তবে এখন আর তিনি পেছনে তাকাতে চান না, ‘সত্যি কথা। তবে এসব ভেবে লাভ নেই। সবসময় সামনে তাকাতে হবে। আমি তোর কাছ থেকে সব সময় আশা করি। অধিনায়ক হিসেবে তুই তোর মনে যেটা চায়, সেটা করবি। অবশ্যই সাকিব, মুশফিক, রিয়াদের সঙ্গে আলাপ করবি। আমার বিশ^াস তোর মধ্যে যে লিডারশিপ আছে, তুই ওটা বাস্তবায়ন করতে পারবি এবং অনেক বেশি সফল হতে পারবি।’ এই প্রসঙ্গের শুরুটা হয়েছিল অবশ্য সাকিব আল হাসানকে দিয়ে।


অনেকটা জোর করেই বিশ^কাপে তিন নম্বর জায়গাটা পাকাপোক্ত করেন তিনি। দলের কেউ না চাইলেও কেবলমাত্র মাশরাফিই সাকিবের পাশে ছিলেন তখন। বিশ^কাপে সাকিবও দেখিয়ে দিয়েছেন তিনি কতটা সফল ছিলেন। কিন্তু মাশরাফির আক্ষেপ অন্য জায়গায়, ‘সাকিবকে তিনে খেলানো নিয়ে অনেক তর্ক-বিতর্ক আছে। তুইও দ্বিধায় ছিলি। কোচ থেকে শুরু করে সবাই বিপক্ষে ছিল। কেবল সাকিব আত্মবিশ^াসী ছিল। আমি ওকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করেছি, ও পেরেছে। কিন্তু আমরা কেউ ওকে সমর্থন দিতে পারিনি।’

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ১১:৩১)
  • ১৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
124
3776433
Total Visitors