1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
চরমোনাইতে খাদ্য বান্ধব কর্মসূচির চালের কার্ড আটকে রাখলেন ডিলার! - চ্যানেল দুর্জয়
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

চরমোনাইতে খাদ্য বান্ধব কর্মসূচির চালের কার্ড আটকে রাখলেন ডিলার!

  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২০

বিশেষ প্রতিনিধিঃ বরিশাল সদর উপজেলার ৫ নং চরমোনাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরহোগলা গ্রামের খাদ্য বান্ধব কর্মসূচির চাল আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ করেছেন ৪ ভুক্তভোগী।

অভিযোগকারীরা হলেন, চরহোগলা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মো: সোহাগ : কার্ড নং ৫৭৪২, আমির আলী হাওলাদারের ছেলে মো: নোমান হাওলাদার : কার্ড নং ৫৫৭৭, আ: খালেক খাঁর স্ত্রী সুলতানা বেগম : কার্ড নং ৫৬৯৮, রশিক শীলের ছেলে মুকুন্ড চন্দ্র শীল : কার্ড নং ৫৫৯৭।

জানা গেছে, অভিযোগকরীদের গত ২০১৯ সালের অক্টোবর, নভেম্বর এবং ২০২০ সালের মার্চ, এপ্রিল, মে মোট ৫ মাসের খাদ্য বান্ধব কর্মসূচির চালের কার্ড বর্তমান ডিলার আটকে রেখেছেন। এবং তারা চাল চাইতে গেলে ডিলার তাদেরকে নানা ধরনের ভয়ভীতি ও বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে তাদেরকে চাল দেওয়া থেকে বঞ্চিত রাখে।

এব্যাপারে ভুক্তভোগী মো: সোহাগ, মো: নোমান হাওলাদার, সুলতানা বেগম ও মুকুন্ড চন্দ্র শীল বলেন, ৫ মাসে আমরা খাদ্য বান্ধব কর্মসূচির চাল পাইনি। এবং আমরা চাল চাইতে গেলে ডিলার আমাদেরকে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের অজুহাত দেখায়। এ নিয়ে এরআগেও অভিযোগ করে আমরা কোন সুরাহা পাইনি।

এ ব্যাপারে খাদ্য বান্ধব কর্মসূচির চাল পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ৪:১৭)
  • ৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
252
3420575
Total Visitors