1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
শোকের মাসে যশোরে এমপি নাবিলের কর্মসূচি শুরু। - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত :
আজ থেকে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয় চান্দু হয়ে চমকে দিলেন কার্তিক  লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মের পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণে সব পরিকল্পনা করেছে ভারত’ বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রেফারির সিদ্ধান্তে অধিনায়ক ছাড়া কেউ অসম্মান দেখালে ‘হলুদ কার্ড’ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন চৌগাছায় দুর্বৃত্তের দেওয়া বিষে নষ্ট হলো কৃষকের ৪বিঘা জমির পাট ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা: ওবায়দুল কাদের দুর্নীতির অজুহাতে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে: টিআইবি

শোকের মাসে যশোরে এমপি নাবিলের কর্মসূচি শুরু।

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

যশোর: যশোরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন শুরু হয়েছে। শুক্রবার বিকালে শহরের দড়াটানায় রক্তদান কর্মসূচির উদ্বোধনের মধ্যদিয়ে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শোকদিবসের কর্মসূচি শুরু করেন।

তারপর তিনি শহরের বারান্দী মোল্লাপাড়ায়, বেজপাড়া, খড়কি ও রেলস্টেশনে প্রধান অতিথি হিসেবে গণভোজ বিতরণ করেন। সন্ধ্যায় শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু স্মৃতি মুর‌্যালে প্রধান অতিথি হিসেবে মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করেন।

এসব কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক দপ্তর উপ কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দেলোয়ার রহমান দিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুখেন মজুমদার, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর হেলাল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, সদস্য কেরামত আলী, শহর আওয়ামী লীগনেতা লুৎফুল কবীর বিজু, শহর যুবলীগের আহবায়ক মাহামুদুল হাসান মিলু, মহিলা আওয়ামী লীগনেত্রী আফরোজা মিমি, হাজেরা পারভীন।

দড়াটানায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এমএম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রিফাতুজ্জামান রিফাত, কায়েস আহমেদ রিমু, জাকির হোসেন জুম্মান প্রমুখ। এখান থেকে ৪৫ ব্যাগ রক্ত দেয়া হয় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে।

শহর ছাত্রলীগ নেতা ওবাইদুল ইসলাম রাকিবের আয়োজনে বেজপাড়া মেইনরোড়ে সামনে খাবার বিতরণ করা হয়। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শিশির কুমার খান, মোমিনুল ইসলাম আকাশ, অমিত কুমার প্রমুখ।

খড়কির মোড়ে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শেখ তৌফিক রাব্বী বর্ষণের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হাবিবুর রহমান, জাকির হোসেন মুন্না, আশিকুর রহমান চঞ্চল ও আনোয়ার কবির বাবু।

রেলস্টেশনে জেলা স্বেচ্ছাসেবকলীগের খাবার বিতরণে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি আসাদুজ্জামান মিঠু। সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী মিলনের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির ও সদরের আহবায়ক মফিজুর রহমান ডাবলু।

সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মোমবাতি প্রজ্জ্বলন করে। সংগঠনের জেলা সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা সহ-সভাপতি মাসুদ আলম সাগর, সাধারণ সম্পাদক মীর আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান বাবু, ক্রীড়া সম্পাদক অজয় সিংহ রায়, উপ-তথ্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সকাল ৮:২৪)
  • ১৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
227
3772304
Total Visitors