1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
দিল্লিতে ধর্ষণ থেকে রেহাই পেল না ৯০ বছরের বৃদ্ধা! - চ্যানেল দুর্জয়
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
পাবনার সুজানগর খাদ্য বিষক্রিয়ায় শিশু শিক্ষার্থীর মৃত্যু সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিএফইউজে ও জেইউজের তীব্র নিন্দা এক বিভাগ বাদে সারাদেশে চতুর্থ দফায় ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি নিখোঁজের দুইদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের উপদেষ্টা প্রণব কুমার বড়ুয়া মারা গেছেন দক্ষতা ছাড়া শুধু জ্ঞান অর্জন করলে আমরা পিছিয়ে পড়বো: শিক্ষামন্ত্রী রিকশাচালকদের মাঝে ৩৩ হাজার ছাতা বিতরণ ডিএনসিসির রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করবো না: স্বাস্থ্যমন্ত্রী চৌগাছার সাপেকাটা রোগীর যশোর সদর হাসপাতালে মৃত্যু যশোরে হিট স্ট্রোকে স্কুলশিক্ষকের মৃত্যু

দিল্লিতে ধর্ষণ থেকে রেহাই পেল না ৯০ বছরের বৃদ্ধা!

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

৯০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের জঘন্য ঘটনা ঘটেছে দিল্লিতে। এরপর অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সোনু। বছর ৩৩-এর এই যুবকের বাড়ি রেওলা খানপুরে। পেশায় মিস্ত্রি । দক্ষিণ-পশ্চিম দিল্লির নির্জন এলাকা ছাওলায় এই জঘন্য অপরাধটি ঘটে বলে গতকাল মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানায় পুলিশ।

পুলিশের সিনিয়র এক কর্মকর্তা জানান, দুধওয়ালার কাছে পৌঁছে দেওয়ার কথা বলে বৃদ্ধাকে বাইকে তোলে ওই যুবক। কৌশলে সে নির্জনস্থানে বাইক নিয়ে যায়। সেখানে ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হয়।

দ্বারকার ডেপুটি কমিশনার অফ পুলিশ সন্তোষ কুমার মীনা জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার এবং ধর্ষিতার জবানবন্দি ইতিমধ্যে রেকর্ড করেছে পুলিশ। মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধা। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তবে এখন শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশকে বৃদ্ধা জানিয়েছেন, সোমবার বিকেল ৫টার দিকে তিনি দুধওয়ালার জন্য অপেক্ষা করছিলেন। সেসময় ওই যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। সে বৃদ্ধাকে জানায়, দুধওয়ালা আজ আসবে না। কাছেই একটা জায়গা রয়েছে, যেখানে গেলে দুধ পাওয়া যেতে পারে। এর পর সে মহিলাকে বাইকে তুলে একটি ফার্মে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

বয়সের ভারে ক্লান্ত বৃদ্ধা পুলিশকে আরো জানান, বিপদ বুঝতে পেরে তিনি কাঁদতে থাকেন। ছেলেটিকে বিরত করতে তিনি বারবার বলছিলেন, আমি তোমারা দাদির বয়সি। ছেলেটি এর পরেও পীড়াপীড়ি করলে বৃদ্ধা প্রতিহত করতে চেষ্টা করেন। বাধা পেয়ে বৃদ্ধাকে মারধর করে সে। তারপর জোরপূর্বক প্রবীণা মানুষটিকে ধর্ষণ করা হয়। কিন্তু আশপাশের গ্রামবাসীর কানে কান্নার শব্দ যাওয়ায় তারা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে ধরে ফেলে। তুলে দেন পুলিশের হাতে।

জানা যায়, গ্রামবাসীরাই নিগৃহীতার কাছ থেকে তাঁর ছেলের ফোন নম্বর নিয়ে তার বাড়িতে এবং থানায় খবর দেয়।  ঘটনাস্থল থেকে বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ মেডিক্যাল পরীক্ষাও করায়। রিপোর্টে একাধিক আঘাতের কথা বলা হয়েছে।

দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল ছাড়াও প্যানেল সদস্য বন্দনা সিং ছাওলার বাড়িতে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন। তিনি বৃ্দ্ধার মুখ থেকে ঘটনার বিশদ শোনেন। তিনি পরে বলেন,  বৃদ্ধার মুখ দেখে বোঝা যায়, কী ধরনের ট্রমার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন। যে এই ঘটনা ঘটিয়েছে, সে মানুষ হতে পারে না। বৃদ্ধা বিচার পাবেন। মামলাটিকে দ্রুত বিচারে নিয়ে গিয়ে ৬ মাসের মধ্যে রায় ঘোষণার ব্যবস্থা করতে হবে।আসেন।  মঙ্গলবার স্বাতী আরো বলেন, ছ-মাসের শিশুকন্যা থেকে ৯০-এর বৃদ্ধা– দিল্লিতে কেউ নিরাপদ নন।

দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বৃদ্ধাকে দেখে এসে টুইটারে এই নির্যাতিতার আংশিক ছবিটি পোস্ট করেন।

সূত্র : জি নিউজ

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (সন্ধ্যা ৭:৫৩)
  • ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
333
3287114
Total Visitors