1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
কুষ্টিয়ায় শিশু ধর্ষণে অভিযুক্ত যুবকের যাবজ্জীবন - চ্যানেল দুর্জয়
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
আজ থেকে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয় চান্দু হয়ে চমকে দিলেন কার্তিক  লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মের পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণে সব পরিকল্পনা করেছে ভারত’ বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রেফারির সিদ্ধান্তে অধিনায়ক ছাড়া কেউ অসম্মান দেখালে ‘হলুদ কার্ড’ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন চৌগাছায় দুর্বৃত্তের দেওয়া বিষে নষ্ট হলো কৃষকের ৪বিঘা জমির পাট ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা: ওবায়দুল কাদের দুর্নীতির অজুহাতে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে: টিআইবি

কুষ্টিয়ায় শিশু ধর্ষণে অভিযুক্ত যুবকের যাবজ্জীবন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

কুষ্টিয়া খোকসায় শিশু ধর্ষণ মামলায় ছানার মাঝি (৩৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত ছানার মাঝি (৩৮) খোকসা উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবেদ আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২০ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একশিশু কন্যা (১০) বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যায়। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছানার মাঝি শিশুটিকে জোরপূর্বক মুখ চেপে ধরে কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোক জড়ো হয়। আহত শিশুটিকে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় সে।এ ঘটনায় শিশুটির বাবা পরদিন ২১ জুন ২০১৯ তারিখে খোকসা থানায় ছানার মাঝির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর দ:বি: ৯(১)ধারায় অভিযোগ এনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ৩১/০৭/২০১৯ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌশলী অ্যাড. আব্দুল হালিম জানান, শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি ছানার মাঝির বিরুদ্ধে অভিযোগ গঠন ও দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শুনানি শেষ হয়। তার বিরুদ্ধে আনীত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর দ:বি: ৯(১)ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (দুপুর ১:০৬)
  • ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
131
3811379
Total Visitors