1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
করোনক্রান্ত হয়ে কেশবপুরেরএমপি শাহীন চাকলাদারের ভাইয়ের মৃত্যু-রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

করোনক্রান্ত হয়ে কেশবপুরেরএমপি শাহীন চাকলাদারের ভাইয়ের মৃত্যু-রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

বিশেষ প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন  যশোর ০৬ (কেশবপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শাহীন চাকলাদারের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম । আজ শুক্রবার ( ১৩ নভেম্বর) দুপুর ১ টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সালাম চাকলাদার যশোর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চাকলাদার পরবিহনের মালিক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। যশোর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে শুক্রবার রাত ৮ টায়  নামাজে জানাজা ও গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় যশোরের কারবালায় চিরনিন্দ্রায় শায়িত হয়েছেন সালাম চাকলাদার।

নামাজে জানাজার দৃশ্য

তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক,সালাম চাকলাদারের চাচাতো ভাই তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার জানান, এক সপ্তাহ আগে অসুস্থ হওয়ায় করোনার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন সালাম চাকলাদার। নমুনা পজেটিভ হওয়ায় তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রেফার করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায়  আজ ( শুক্রবার, ১৩ নভেম্বর) দুপুরে তিনি মারা যান।


ফন্টু চাকলাদার আরো বলেন, ‘সালাম ভাইয়ের অনেক আগে থেকেই হার্টের প্রবলেম ছিল। এছাড়া একবার স্ট্রোকও করেছেন তিনি ’ তিনি আরো বলেন,‘সালাম ভাই মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার ছেলে পরিবহন ব্যবসাসহ অন্যান্য ব্যবসা দেখাশুনা করেন। আর দুই মেয়ের বিয়ে হয়ে গেছে বড়  জামাতা  জামাল  হোসেন  কুটনীতিক  হিসেবে  ভারতে  বাংলাদেশ  দূতাবাসে  কর্মরত  রয়েছেন  এবং  ছোট  জামাতা  মিজানুর  রহমান  বাংলাদেশ  বিমান  বাহিনীর  উচ্চপদস্ত  কর্মকর্তা।

বীর মুক্তিযোদ্ধা ,যশোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম চাকলাদার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন সহ বিভিন্ন সংগঠন ও পেশার মানুষ। শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্তিক সাহা, উপজেলা আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল , মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর বিপুল সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান কাজী মুস্তাফিজুর রহমান মুক্ত,যুবলীগের আহ্ববায়ক কাউন্সিলর বিশ্বাস শহীদুজ্জ¥ামান শহিদ, যুগ্ম আহ্ববায়ক আবু সাইদ লাভলু, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, ছাত্রলীগের আহ্ববায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, যুগ্ম আহ্ববায়ক ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক , যুগ্ম আহ্ববায়ক হাবিবুর রহমান খান মুকুল প্রমূখ। অনুরুপ ব্বিৃতি দিয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও কেশবপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার, কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি আফসার উদ্দীন গাজী, সাধারণ সম্পাদক সুব্রত মুখ্যার্জী উজ্জ্বল সহ সকল মালিকবৃন্দ, বণিক সোসাইাটর সদস্য উদয় শংকর সিংহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক উৎপল দে প্রমূখ।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (বিকাল ৩:১৪)
  • ১৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
373
3748772
Total Visitors