1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই কমিটিতে নারী নেতৃত্ব উপেক্ষিত - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
আজ থেকে হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয় চান্দু হয়ে চমকে দিলেন কার্তিক  লু ঢাকা ঘুরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মের পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণে সব পরিকল্পনা করেছে ভারত’ বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রেফারির সিদ্ধান্তে অধিনায়ক ছাড়া কেউ অসম্মান দেখালে ‘হলুদ কার্ড’ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন চৌগাছায় দুর্বৃত্তের দেওয়া বিষে নষ্ট হলো কৃষকের ৪বিঘা জমির পাট ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা: ওবায়দুল কাদের দুর্নীতির অজুহাতে বাংলাদেশকে জলবায়ু তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে: টিআইবি

ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই কমিটিতে নারী নেতৃত্ব উপেক্ষিত

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

একদিনের ব্যবধানে ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। রাজধানীর এই দুই শাখা কমিটিতে উপদেষ্টাসহ প্রায় দুইশ’ নেতা স্থান পেলেও নারী রয়েছেন মাত্র ১৩ জন, যা শতকরা হিসাবে মাত্র ৭ শতাংশ। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নারী নেতৃত্বের এই হার হওয়ার কথা ছিল ৩৩ শতাংশ অর্থাৎ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কমিটিতে ৬০ জনের বেশি নারী রাখা হলে নির্বাচন কমিশনের শর্ত পূরণ করা হতো। জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ অনুচ্ছেদে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার কথা বলা আছে। যদিও এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া এই কোটা পূরণ করতে না পারায় এই অনুচ্ছেদটি তুলে দেওয়ার চিন্তা করছে ইসি। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টাসহ ১০২ জন ঠাঁই পেয়েছেন। যেখানে নারী আছেন মাত্র ৭ জন। ২৭ সদস্যের উপদেষ্টা পরিষদে একমাত্র নারী অ্যাডভোকেট জাহানারা বেগম রোজী। ১১ জন সহসভাপতির মধ্যে নারী সাজেদা বেগম। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কোনো নারী রাখা হয়নি। অ্যাডভোকেট তাহমিনা সুলতানাকে মহিলাবিষয়ক সম্পাদক এবং \হকাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী, অ্যাডভোকেট সালমা আক্তার কেকা, লাভলী চৌধুরী ও ফাতেমা আক্তার ডলিকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটিতে ঠাঁই পেয়েছেন পুরান ঢাকার আলোচিত সংসদ সদস্য হাজী মো. সেলিম। সদস্য হিসেবে রাখা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ ৩৬ জনকে। ৭৫ সদস্যের এ কমিটিতে নতুন মুখ ৪১ জন। এ কমিটিতে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন সাবেক নেতাও জায়গা পেয়েছেন। এর মধ্যে যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। ছাত্রলীগের সাবেক সহসভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজকে দপ্তর সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলাম খান পলকে যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া আগের কমিটির ৩৪ জনকে এবারও কমিটিতে রাখা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন পদোন্নতি পেয়েছেন। কমিটিতে সংরক্ষিতসহ ১১ জন কাউন্সিলরকে রাখা হয়েছে। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পাওয়া কয়েকজনের বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগও রয়েছে। নারী নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী যায়যায়দিনকে বলেন, কমিটিতে আরও নারী থাকা উচিত ছিল। পারিপার্শ্বিক কারণে আমরা প্রয়োজনীয় সংখ্যক নারী নিতে পারিনি। কমিটিতে বেশ কয়েকজন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করার এখনো সুযোগ আছে। আমরা সেই সুযোগ কাজে লাগিয়ে নারীদের নেতৃত্বে নিয়ে আসব। অন্যদিকে, উপদেষ্টা পরিষদসহ ঢাকা উত্তরের কমিটিতে আছেন ৮৮ জন। এর মধ্যে নারী আছেন ৬ জন। ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের নারী সদস্য নুরুন্নাহার খান। তাছাড়া মহিলাবিষয়ক সম্পাদক মেহেরুন্নেসা মেরী, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রোকেয়া সুলতানা পলি, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) কানিজ ফাতেমা, নির্বাহী সদস্য নাসিমুল হক কুসুম ও আফরোজা খন্দকার। এই কমিটিতেও যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কোনো নারী নেই। তাছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুককে। সহসভাপতি হিসেবে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সংসদ সদস্য আসলামুল হক ও মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক সাদেক খান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। নারী নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান যায়যায়দিনকে বলেন, নানা সমস্যার কারণে নারী কোটা পূরণ করা যায়নি। অনেক নারী নেত্রী যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগে চলে যান। এবার ওয়ার্ড ও থানা পর্যায়ে নারী নেতৃত্বের সংখ্যা বৃদ্ধি করব। অনেক জায়গায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও নারীরা আসবেন। এতে আগামী বছর মহানগর কমিটিতে এমনি নারী সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, গত বছরের ৩০ নভেম্বর একই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন উত্তরে শেখ বজলুর রহমানকে সভাপতি ও এস এম মান্নান কচিকে সাধারণ সম্পাদক করা হয়। দক্ষিণে আবু আহম্মাদ মন্নাফীকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করা হয়।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সন্ধ্যা ৬:৫৯)
  • ১৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
373
3753957
Total Visitors