1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সুপার লিগ থেকে বেরিয়ে যেতে পারে চেলসি–ম্যান সিটি - চ্যানেল দুর্জয়
বুধবার, ২২ মে ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত :
চৌগাছায় আনারস প্রতীক নিয়ে তৃতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন এস এম হাবিব কায়েমকোলার মাদক কারবারি মিঠুর বীরদর্পে অব্যহত প্রতারণা! চৌগাছায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামীম রেজা ভাইস চেয়ারম্যান নির্বাচিত যশোর শহরে বিএনপি নেতা দুদুর লিফলেট বিতরণ ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের ‘ইস্যু না থাকায় গণঅভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি’ রাঙ্গামাটির লংগদুতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে দু’জন নিহত রাজধানীর ওয়ারীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু  দেন মোহরের টাকা পরিশোধ না করায় কুপিয়ে হত্যা

সুপার লিগ থেকে বেরিয়ে যেতে পারে চেলসি–ম্যান সিটি

  • প্রকাশিত : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

খেলা ডেস্ক::চাপ, চাপ আর চাপ। পাহাড়সমান চাপ ধেয়ে যাচ্ছে ইউরোপিয়ান সুপার লিগে নাম লেখানো ৬টি ক্লাবের দিকে। সমর্থকেরা চাপ দিচ্ছেন, সাধারণ ফুটবলপ্রেমীরা চাপ দিচ্ছেন। চাপ দিচ্ছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার থেকে শুরু করে ফুটবল–পণ্ডিতেরা। চাপ ধেয়ে যাচ্ছে সরকারের দিক থেকেও। চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল—ইংল্যান্ড থেকে ইউরোপিয়ান সুপার লিগে নাম লিখিয়েছে এ ছয়টি দল।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিল মনে করেন এই ছয় দলের মধ্যে পাহাড়ের মতো চাপের কাছে ভেঙে পড়বে চেলসি ও ম্যানচেস্টার সিটি। কেন আর কীভাবে এ দুটি দল চাপের কাছে হেরে ইউরোপিয়ান সুপার লিগ থেকে বেরিয়ে আসতে পারে, সে ব্যাখ্যাও দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার। এমনকি দলের সিনিয়র খেলোয়াড়সহ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপও মালিকপক্ষকে ইউরোপিয়ান সুপার লিগ থেকে বেরিয়ে আসার জন্য চাপ দিতে পারেন বলে মনে করেন নেভিল।

চেলসি, ম্যান সিটি বা লিভারপুল—একবার যদি কোনো ক্লাব ইএসএল থেকে বেরিয়ে আসে তাহলেই আবার সব ঠিক হয়ে যাবে বলে মনে করেন নেভিল। কেন তিনি নিজের সাবেক দল ম্যান ইউনাইটেড চাপে ভাঙবে না বলে মনে করেন, আর কেনই–বা তিনি ম্যান সিটি শেষ পর্যন্ত বিদ্রোহী লিগে যাবে না বলে মনে করেন সেই ব্যাখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক রাইটব্যাক। নেভিলের কথা, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জোয়েল গ্লেজার এত সহজে ফিরবে না। ইয়ুর্গেন ক্লপ আর তাঁর সিনিয়র খেলোয়াড়েরা এফএসজি থেকে ঘুরে দাঁড়াতে পারে। ম্যান সিটি মনে হচ্ছে চাপে ভেঙে পড়বে। বাকি তিন দল অন্যদের অনুসরণ করবে।’

ম্যান সিটির মালিক আবুধাবির বিশিষ্ট ধনকুবের শেখ মনসুর বিন জাবেদ আল নাহিয়ান। প্রিমিয়ার লিগের ক্লাবটি তিনি কিনে নেওয়ার পর যে একটা সুনাম কুড়িয়েছেন, সেটা তিনি বিদ্রোহী লিগে যোগ দিয়ে নষ্ট করতে চাইবেন না বলে মনে করেন নেভিল, ‘আবুধাবির লোকগুলো কেন একটা ফুটবল নেটওয়ার্ক গড়ে তুলবে। তারা পশ্চিম ম্যানচেস্টারে যা করেছে, সেটা তো অবিশ্বাস্য। তারা এখানে একটি লিগ্যাসি তৈরি করেছে। বিশেষ করে বাণিজ্যিক কারণে। তারা কেন বিদ্রোহী লিগে যোগ দেবে। তাদের তো অর্থের প্রয়োজন নেই। তাদের পেপ গার্দিওলার মতো অসাধারণ একজন কোচ আছে। সিটির ওদিক থেকে গুটিয়ে যাওয়াই উচিত।’

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বুধবার (সকাল ৭:৫৯)
  • ২২শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
167
3933341
Total Visitors