1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
নড়াইলে প্রবাসী হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান গ্রেফতার। - চ্যানেল দুর্জয়
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

নড়াইলে প্রবাসী হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান গ্রেফতার।

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২০

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।। কুয়েত প্রবাসী সৈয়দ মিজানুর রহমান হত্যা মামলায় লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লিটু গ্রেফতার। নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামের কুয়েতপ্রবাসী সৈয়দ মিজানুর রহমান (৫০) হত্যা মামলার আসামি লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটুকে (৫১) গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। রোববার (২৮ জুন) বেলা ৩টার দিকে লিটুকে নড়াইল শহরের বাসা থেকে গ্রেফতার করা হয়। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৭ এপ্রিল দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে দুইপক্ষের সংঘর্ষে কুয়েতপ্রবাসী সৈয়দ মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। মিজানুর নোয়াগ্রামের সৈয়দ সিদ্দিকুর রহমানের ছেলে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন।মিজানুর রহমান হত্যাকান্ডের ঘটনায় লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটুসহ ৪৯জনকে আসামি করে হত্যাকান্ডের পরেরদিন লোহাগড়া থানায় মামলা দায়ের হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান,নোয়াগ্রামের সৈয়দ মিজানুর রহমান হত্যা মামলাটি সিআইডি পুলিশ তদন্ত করছে।সৈয়দ ফয়জুল আমির লিটু এ মামলার এজাহারভূক্ত আসামি।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (সকাল ৬:৪২)
  • ২০শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
85
3868746
Total Visitors