1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
চিঠি “প্রিয় অবন্তিকা” মনি জামান - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

চিঠি “প্রিয় অবন্তিকা” মনি জামান

  • প্রকাশিত : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
কবি : মনি জামান।

জানিস অবন্তিকা এখন আর তোর বান্ধবীর সাথে কোনো কথা হয় না,আর কথা হবে কি গো! এখন আর কেউ জ্বালায় না তোর বন্ধবীকে,রাত্রি দিন ডেকে বিরক্ত করে বলিনা চলো ঐ নদীর পাড়টায় গিয়ে দুজন নির্জনে বসে গল্প করি।
তোকে আর কি বলবো তার কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে সেই কবে,সে এখন অন্য কারো সদ্যজাত পুষ্প। একদিন তুইও তো খুব বিরক্ত হয়ে আমাকে কত বকা দিয়েছিলি মনে আছে তোর,তোর কাছে ঝামেলা মনে হতো খুব তোকেও আর ঝামেলায় ফেলব না কখনো।
জানিস অবন্তিকা,এখন আমি আর নিজেকে খুঁজি না কারণ আগেই মরে গেছি আমি।
এক আকাশের নিচে থেকে কবে কখন আমরা দু’জন দুজন থেকে পৃথক হয়ে গেছি বুঝতেই পারিনি,দেখা হওয়া আর না হওয়ার কোন আক্ষেপ বা কষ্ট নেই আমার!
জানতে চাইলি ভালো আছি কিনা,আমি এখন ভালো থাকতে শিখেছি,কষ্ট এখন আমাকে আর ছুঁতে পারেনা বরং কষ্টকে আমি ছুঁয়ে দেই,কারণ কষ্ট ভোলার কৌশল রপ্ত করেছি বেশ।
তোর চিঠি পেলাম ভালো আছিস জেনে ভালো লাগলো,অনন্ত কেমন আছে জানাস অনেকদিন কথা হয়না ওর সাথে,পারলে সাথে নিয়ে ঘুরে যাস ভালো থাকিস অবন্তিকা।

ইতি
তোর বন্ধু

মৃদুল

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৬:০১)
  • ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
168
3274549
Total Visitors