1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার চেয়ে বাইরের রোগী বেশি - চ্যানেল দুর্জয়
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার চেয়ে বাইরের রোগী বেশি

  • প্রকাশিত : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

গত কয়েকমাসের পরিসংখ্যান বিবেচনা করলে বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকায় অধিক ডেঙ্গু রোগী শনাক্ত হতে দেখা গেছে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার বাইরের বেশি লোক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত দিনের পরিসংখ্যান বলছে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। বিপরীতে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। সারাদেশে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।

চলতি বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ১৪৫ জন।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে বিভিন্ন সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৯৮ জন। এরমধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং নভেম্বরে ৭ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ২৯৩ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২১৩ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৮০ জন।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন আর জুলাইয়ে আগের সব রেকর্ড ভেঙে শনাক্ত হয় ২ হাজার ২৮৬ জন। এরপর আগস্টের মাত্র ১০ দিনেই ডেঙ্গু জুলাইয়ের রেকর্ড ভাঙে। পুরো মাসে আক্রান্ত হন সাত হাজার ৬৯৮ জন।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, বেড়েছে সতর্কতা সংকেত

আগস্টের রেকর্ড ছাড়ায় সেপ্টেম্বর। সে মাসে বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭ হাজার ৮৪১ জন। এরপর অক্টোবরে ৫ হাজার ৭৪৬ জন বিভিন্ন সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ হাজার ৫৬৭ জন।

২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। এবার আবারো রোগী সংখ্যা ব্যাপকহারে বাড়তে শুরু করেছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা মহামারি করোনার মধ্যেই এমনভাবে ডেঙ্গুর বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ১:০৫)
  • ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
173
3275557
Total Visitors