1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’টি নতুন ট্রাস্ট ফান্ড গঠন - চ্যানেল দুর্জয়
রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’টি নতুন ট্রাস্ট ফান্ড গঠন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

ঢাবি প্রতিনিধি।।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক আনওয়ারুল আজীম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’এবং ‘সোলায়মান শাহ্ বি.এসসি- প্রফেসর ড. হিরণ্ময় সেনগুপ্ত ট্রাস্ট ফান্ড’ শীর্ষক পৃথক দু’টি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। ‘অধ্যাপক আনওয়ারুল আজীম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’গঠনের লক্ষ্যে অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আনোয়ারা বেগম ১০ লাখ টাকার একটি চেক এবং‘সোলায়মান শাহ বি.এসসি- প্রফেসর ড. হিরণ্ময় সেন গুপ্ত ট্রাস্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলহাজ্ব শাহ্ মোহাম্মদ নূরুল হুদা ৫ লাখ টাকার একটি চেক বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন।
‘অধ্যাপক আনওয়ারুল আজীম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’-এর আয় থেকে প্রতিবছর অণুজীববিজ্ঞান বিভাগের ৪জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এছাড়া, ‘সোলায়মান শাহ বি.এসসি- প্রফেসর ড. হিরণ্ময় সেন গুপ্ত ট্রাস্ট ফান্ড’-এর আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী একজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
উপাচার্য দফতরে আয়োজিত পৃথক দু’টি চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুছ ছামাদ, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং অণুজীব বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
উপাচার্য  অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক ড.আনওয়ারুল আজীম চৌধুরী স্মরণে ট্রাস্ট ফান্ড গঠন করায় বিভাগের শিক্ষক ও দাতাদের ধন্যবাদ জানান।এছাড়া, পিতা ও শিক্ষকের স্মরণে‘সোলায়মান শাহ্ বি.এসসি- প্রফেসর ড. হিরণ্ময় সেন গুপ্ত ট্রাস্ট ফান্ড’ গঠনের জন্য আলহাজ্ব শাহ্ মোহাম্মদ নূরুল হুদাকে ধন্যবাদ দেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. আনওয়ারুল আজীম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় অণু জীববিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এছাড়া, ড. হিরণ্ময় সেন গুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। প্রয়াত সোলায়মান শাহ্ বি.এসসি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলহাজ্ব শাহ্ মোহাম্মদ নূরুল হুদার পিতা।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সন্ধ্যা ৬:৩৫)
  • ১৯শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
124
3852754
Total Visitors