1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
চৌগাছায় ভ্রাম্যমান আদালতের সরকারি বাওড়ের পাটাবাধ উচ্ছেদ - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

চৌগাছায় ভ্রাম্যমান আদালতের সরকারি বাওড়ের পাটাবাধ উচ্ছেদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

রায়হান হোসেন, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছার সরকারি বেড়গোবিন্দপুর বাওড়ে দখলদারদের দেয়া অবৈধ পাটাবাধ উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই পাটাবাধ উচ্ছেদ করা হয়। এসময় তাঁর সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চৌগাছায় সরকারি বাওড় মৎস প্রকল্পের অধীন বেড়গোবিন্দপুর বাওড়ের উপর দিয়ে বেড়গোবিন্দপুর বাওড়ে যাওয়ার প্রবেশমুখে একটি সেতু রয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি দীর্ঘদিন ধরে ওই সেতুর মুখে পাটাবাধ দিয়ে বাওড়ের একটি অংশে বাওড় ব্যবস্থাপকের সাথে আঁতাত করে মাছ চাষ করে আসছিল। সেখানে কয়েকবছর আগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাটাবাধ উচ্ছেদ করেন। মাঝে কিছুদিন বন্ধ রেখে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি আবারও সেখানে পাটাবাধ দিয়ে মাছ চাষ করে আসছিল। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনার খবর পেয়ে দখলদাররা ওই স্থান ছেড়ে পালিয়ে যায়। তখন ভ্রাম্যমান আদালত ওই পাটাবাধ উচ্ছেদ করেন।

আদালতের বিচারক চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, সেখান থেকে অবৈধ পাটাবাধ উচ্ছেদ করা হয়েছে। অভিযানের সময় দখলদার কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন এটি সরকারি বাওড় এখানে পাটাবাধ দিয়ে অবৈধভাবে মাছ চাষ করার কোন সুযোগ নেই। কেউ পাটাবাধ দিলে আবারও অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হবে। প্রয়োজনে এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৬:৫২)
  • ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
183
3274719
Total Visitors