1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সেবা’ই যার ব্রত - সেই এসপি জসিম আজ করোনাক্রান্ত - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

সেবা’ই যার ব্রত – সেই এসপি জসিম আজ করোনাক্রান্ত

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ সেবাকে যিনি ধর্ম মনে করতেন, তিনিই এখন কারোনা আক্রান্ত নড়াইল পুলিশ সুপার হিসেবে যোগদানের পর মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মনোযোগী হন।
এলাকার বিভিন্ন স্থানে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিকারে জনগণের সাথে একের পর এক মতবিনিময় সভা করেন। তাঁর প্রচেষ্টা আর আন্তরিক সেবায় বদলে যায় নড়াইলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র। এর মাঝেই বাংলাদেশে হানা দেয় চীনের প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, জেলায় করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার আগে থেকেই পুলিশ সুপার এর নির্দেশনায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নড়াইল এলাকায় দিনরাত উঠান বৈঠক-পথসভা আর লিফলেট বিতরণের মধ্য দিয়ে সচেতনতা বাড়ানোয় উদ্যোগী হন চৌকস এই পুলিশ কর্মকর্তা। এলাকায় করোনা শনাক্ত হওয়ার পর থেকে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন থেকে শুরু করে সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, করোনা প্রতিরোধে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, ঘরে থাকা, সামাজিক দূরত্ব মেনে চলা সম্পর্কে সচেতন করতে ঘুরে ঘুরে লিফলেট বিতরণসহ নানা কার্যকর পদক্ষেপ ও উদ্যোগ নেন। এছাড়া করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে ঘরবন্দি শ্রমজীবী ও অসহায় মানুষের ঘরে রাতের বেলায় খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছেন তিনি। হিজড়া, প্রতিবন্ধী ও ভিক্ষুক সহ বিভিন্ন অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন মানবিক সহায়তা নিয়ে। এর বাইরে মানবিক সহায়তার ত্রাণ ও গরিবের চাল চুরি ঠেকানোসহ কালো বাজারী আটকের মাধ্যমেও আলোচিত ও প্রশংসিত হয়েছেন নড়াইল পুলিশ সুপার। এসব উদ্যোগ ও কর্মতৎপরতার মাধ্যমে নিজেকে একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নড়াইল এলাকার মানুষকে একজন সম্মুখসারির করোনাযোদ্ধা হিসেবে দিনরাত সেবা দেওয়া ও করোনা সংক্রমণ থেকে বাঁচাতে অগ্রণী ভূমিকা পালনকারী মানবিক ও উদ্যোগী এই পুলিশ অফিসার এখন করোনা পজেটিভ হয়ে নিজেই লড়ছেন অদৃশ্য এই জীবাণুর বিরুদ্ধে। নড়াইল করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ৮:৪৫)
  • ৩রা মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
338
3384198
Total Visitors