1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যুক্তরাষ্ট্রে বোনকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে যাওয়া বাংলাদেশির লাশ উদ্ধার - চ্যানেল দুর্জয়
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বোনকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে যাওয়া বাংলাদেশির লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২০

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বোনকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে যাওয়া এক প্রবাসী বাংলাদেশি যুবকের লাশ ছয়দিন পর উদ্ধার হয়েছে।

স্থানীয় সময় গত শনিবার জাবেদ ইকবাল নামের ২৪ বছর বয়সী ওই বাংলাদেশি যুবকের লাশ লংপোর্ট এবং ওসেন সিটির মধ্যে গ্রেট হারবার মোহনায় মাছ ধরার জেলেদের জালে উঠে আসে।

ইকবালের বাড়ি নোয়াখালীর চাঁটখিল উপজেলায়। আত্মীয়-স্বজনের সাথে বসবাস করছিলেন নিউ জার্সি স্টেটের ক্লিমেন্টন সিটিতে।

জাবেদের ভাই মো. খলিল জানান, ১২ জুলাই বিকেলে বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাসার কাছেই ওসেন সিটিতে যান সমুদ্রস্নানে। সে সময় উত্তাল ছিল সাগরের পানি। হাসি-খুশির মধ্যেই পানির স্রোত টেনে নেয় জাবেদ ও তার ১৬ বছর বয়সী বোনকে।

বোন সাঁতার না জানায় জাবেদ তাকে উদ্ধার করতে যান। বোনকে কোনওমতে কিনারায় টেনে আনার পরই প্রবল স্রোত জাবেদকেই ভাসিয়ে নিয়ে যায়।

উপকূলীয় পুলিশকে জানানোর পর তারা পরদিন ১৩ জুলাই সারাদিন চেষ্টার পর ফল না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। 

গত শনিবার ভোরে মৎস্যজীবীদের জালে জাভেদের লাশ ভেসে উঠলে তারা ফোন করেন ৯১১ এবং কাছের দমকল বাহিনীর অফিসে।

ডুবুরিরা এসে জাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের পর সাউদার্ন রিজিওনাল মেডিকেল অফিস থেকে নিশ্চিত করা হয়, সেটি জাবেদেরই লাশ।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • রবিবার (রাত ৪:০৬)
  • ১৯শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
143
3830768
Total Visitors