1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
মারা গেছেন তরুণ নাট্যনির্মাতা সাখাওয়াৎ মানিক - চ্যানেল দুর্জয়
শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

মারা গেছেন তরুণ নাট্যনির্মাতা সাখাওয়াৎ মানিক

  • প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

বিনোদন প্রতিবেদকঃ

শনিবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে পাবনায় নিজ বাড়িতেমারা গেছেন তরুণ নাট্যনির্মাতা সাখাওয়াৎ মানিক মারা গেছেন । টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ছিলেন মানিক।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (২৫ সেপ্টেম্বর) পাবনার বেড়া থানার পেঁচাকোলা গ্রামে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখাই পারিবারিক গোরস্থানে তার দাফন হবে। চার বোন দুই ভাইয়ের মধ্যে মানিক সবার বড় ছিলেন।

মানিকের মৃত্যু খবর ছড়িয়ে পড়ায় শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। নাট্যকার মাসুম রেজা এক ফেসবুক পোস্টে বলেন, ‘আহারে কী ভালো একজন ছেলে! আমি ওকে অনেক ভালোবাসতাম। খুবই মর্মাহত হলাম। মানিক এমন কেন হলো! তোমার আত্মার শান্তি কামনা করছি।’

তার মৃত্যুর খবরে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। অভিনেতা মিলন ভট্টাচার্য বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। আহারে ভাই আমার!’ অভিনেত্রী নাজিয়া হক অর্ষা বলেন, ‘মানতে পারছি না।’ জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘কি!’ নির্মাতা-অভিনেতা ইশতিয়াক আহমেদ রুমেল বলেন, ‘এটা কোনো কথা!’

মানিক নির্মিত উল্লেখযোগ্য কাজগুলো হলো—‘কাঠ গোলাপের সৌরভ’, ‘শেয়ার ফিফটি ফিফটি’, ‘আকাশ গঙ্গা’, ‘মনোবাস’, ‘আই মিস ইউ’, ‘কেন মিছে নক্ষত্রেরা’ প্রভৃতি। একক ও ধারাবাহিক মিলিয়ে শতাধিক নাটক নির্মাণ করেছেন তিনি।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ৬:৩১)
  • ৪ঠা মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
237
3394857
Total Visitors