1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
পিরোজপুরে এএসআই রুহুলের বর্বরতা, ঘুষ আদায়ের রহস্য ফাস - চ্যানেল দুর্জয়
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

পিরোজপুরে এএসআই রুহুলের বর্বরতা, ঘুষ আদায়ের রহস্য ফাস

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

বিশেষ প্রতিনিধিঃ
পিরোজপুরে ওয়ার্কসপ মেকানিককে ফাঁদে ফেলে মিথ্যা মামলার হুঁমকি দিয়ে এ এসআই রুহুল আমিনের বিরুদ্ধে ৬০ হাজার টাকা ঘুষ গ্রহনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে,গত শুক্রবার (১৭ জুলাই) বিকালে পিরোজপুর নতুন জেল খানার পাশে নির্মানাধীন মুক্তিযোদ্ধা ভবনের দারোয়ান জাহাঙ্গীরের অনুরোধে নির্মানাধীন ভবনে ওয়ার্কসপ মেকানিক আলী শেখ কাজ করতে যান। কিছুক্ষন পরে এ এস আই রুহুল আমিন সেখানে এসে একটি মহিলাকে খুঁজতে থাকেন। এ সময় ওয়ার্কসপ মেকানিক আলী শেখ ও দারোয়ান জাহাঙ্গীরকে মারধর করে একটি রুমে আটকে রাখেন এ এস আই রুহুল আমিন। পরে ঐ ভবনের একটি বাথরুমের ভিতর থেকে রোকসানা নামে এক মহিলাকে উদ্ধার করেন। এ সময় এ এস আই রুহুল আমিনের লাঠির আঘাত পেয়ে মহিলা বাথরুমের কার্নিস থেকে লাফ দিয়ে বেসিনের উপরে পরলে মহিলার পা দুটি ভেঙ্গে যায়। পরে এ এস আই রুহুল আমিন দারোয়ান জাহাঙ্গীর ও ওয়ার্কসপ মেকানিক আলী শেখকে পিরোজপুর সদর থানায় নিয়ে যায়।এবং তার নিজস্ব দালালদের কে দিয়ে দুই লক্ষ টাকা দাবী করে। পরে রাত পৌনে ১২ টায় দালাল মারফত ৬০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। পরের দিন শনিবার রাতে এ এস আই রুহুল আমিন তার দালালদেরকে নিয়ে ওয়ার্কসপ মেকানিক আলী শেখের বাসায় এসে আলীকে বাকী টাকা দেয়ার জন্য হুঁমকি ধামকি দিয়েছে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (বিকাল ৩:৫৫)
  • ৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৭শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
262
3462631
Total Visitors