1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সাফল্য ও সুখের ঠিকানা - চ্যানেল দুর্জয়
শনিবার, ০৪ মে ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

সাফল্য ও সুখের ঠিকানা

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

কখনো কখনো কোন ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনাকে ভেঙ্গে দেয়।
আর মানুষ সেই আঘাতকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়।
কিন্তু ভবিষ্যৎ মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না।
যেভাবে কোন উচু পর্বতে যে ব্যাক্তি চড়ে,
সেই পর্বতের পাদদেশে বসে যে পরিকল্পনা করেছিলো সেই পরিকল্পনা তাকে পর্বতের শিখায় পৌছে দিতে পারে না।

বাস্তবে সে ব্যাক্তি যতো উপরে ওঠে ততো নিত্য নতুন পরিক্ষা,
নতুন বিড়ম্বনা ও নতুন প্রতিরোধের সম্মুখীন হয়।
প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়।
প্রত্যেক পদে তার পরিকল্পনা বদলাতে হয়।
তা না হলে পুরতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দিতে পারে।
সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না,
কেবল নিজেকে পর্বতের যোগ্য করতে পারে।

জীবন এর ক্ষেত্রে ও এমনই হয় তাই নয় কি ?

যখন মানুষ কোন এক বাধা,
কোন এক অবরোধ কে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলে তখন নিজের জীবনের গতিই থামিয়ে দেয়।
তখন সে জীবনে সফল হতে পারে না, পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে।

অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার বদলে নিজেকে জীবনের যোগ্য করে তুলাই সাফল্য ও সুখের যথার্থ মার্গ।
সুতরাং পরিস্থিতি অনুযায়ী সময়ের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণই আমাদের নিয়ে যেতে পারে সাফল্যের শিখরে।

লেখাঃ সৌরভ দাস অমিত

ছবিঃ নবীন লেখক অমিত।

আমাদের এই কলামে পাঠকের লেখা, সাহিত্য, গল্প, কবিতা প্রকাশিত হয়।
লেখা পাঠাতে আমাদের ইমেইল করুন এই ঠিকানায় info.chnneldurjoy@gmail.com

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১০:০৯)
  • ৪ঠা মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
260
3398975
Total Visitors