1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
এবার ফেসবুক মেসেঞ্জারে নতুন প্রাইভেসি ‘অ্যাপ লক’ - চ্যানেল দুর্জয়
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:০০ অপরাহ্ন

এবার ফেসবুক মেসেঞ্জারে নতুন প্রাইভেসি ‘অ্যাপ লক’

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারের জন্য নতুন প্রাইভেসি চালু করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘অ্যাপ লক’। নতুন এই ফিচারে ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে মেসেঞ্জার লক বা আনলক করা যাবে। খবর ভার্জ।

ভার্জের প্রতিবেদন বলা হয়েছে, মেসেঞ্জারটি বন্ধ করার পর পরই তা লক হয়ে যাবে এবং সেটাকে আনলক করার জন্য ফেস অথবা টাচ আইডি ব্যবহার করতে হবে। প্রাথমিকভাবে কেবলমাত্র অ্যাপল ব্যবহারকারী এই সেবা পাবেন। তবে আগামী কয়েক মাসের মধ্যে তা অ্যান্ড্রয়েডের জন্যও করা হবে।

এছাড়া ফেসবুক আরও নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে। এরমধ্যে রয়েছে একজন ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারবে কে বা কারা তাকে মেসেজ পাঠাতে পারবে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

এছাড়া ব্যবহারকারী যেসব ব্যক্তির বার্তা পড়তে আগ্রহী নন তাদের ছবি আবছা করে রাখার ফিচার চালু করতে যাচ্ছে। এতে তারা কোনও মেসেজ পাঠালে সেটা সরাসরি না দেখিয়ে শুধু নতুন একটি মেসেজ এসেছে এমন একটি নোটিফিকেশন দেখাবে। এই ফিচারটি বর্তমানে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে চালু আছে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (দুপুর ২:০০)
  • ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
328
3285916
Total Visitors