1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
আইফোনের নতুন মডেলগুলোর ওভারহিটিংয়ের বিষয়টি স্বীকার করলো অ্যাপল - চ্যানেল দুর্জয়
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
পাবনার সুজানগর খাদ্য বিষক্রিয়ায় শিশু শিক্ষার্থীর মৃত্যু সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিএফইউজে ও জেইউজের তীব্র নিন্দা এক বিভাগ বাদে সারাদেশে চতুর্থ দফায় ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি নিখোঁজের দুইদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের উপদেষ্টা প্রণব কুমার বড়ুয়া মারা গেছেন দক্ষতা ছাড়া শুধু জ্ঞান অর্জন করলে আমরা পিছিয়ে পড়বো: শিক্ষামন্ত্রী রিকশাচালকদের মাঝে ৩৩ হাজার ছাতা বিতরণ ডিএনসিসির রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করবো না: স্বাস্থ্যমন্ত্রী চৌগাছার সাপেকাটা রোগীর যশোর সদর হাসপাতালে মৃত্যু যশোরে হিট স্ট্রোকে স্কুলশিক্ষকের মৃত্যু

আইফোনের নতুন মডেলগুলোর ওভারহিটিংয়ের বিষয়টি স্বীকার করলো অ্যাপল

  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

দুর্জয় প্রতিবেদকঃ

অবশেষে আইফোন ব্যবহারকারীদের অভিযোগ স্বীকার করেছে অ্যাপল। শনিবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফোর্বস। রিপোর্টে বলা হয়, আইফোন ১৫ মডেলের ফোনগুলো অতিরিক্ত গরম হচ্ছে, তবে ফোনের হার্ডওয়্যার ডিজাইনের সাথে এর কোনও সম্পর্ক নেই। ফোর্বস উল্লেখ করেছে, সমস্যা সমাধানের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আপডেট ইতিমধ্যেই ‘৩০২ সংস্করণ’ নামে বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। সেই সাথে অন্য কোন অ্যাপে একই সমস্যা আছে কি না, তাও খতিয়ে দেখছে অ্যাপল।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাপলের একজন মুখপাত্র উল্লেখ করেছেন, বিশেষভাবে ইনস্টাগ্রাম, উবার এবং ভিডিও গেম অ্যাসফল্ট-৯ অ্যাপের ব্যবহার, আইফোন ১৫ ডিভাইসগুলিকে স্বাভাবিকের চেয়ে বেশি গরম করতে পারে।

অ্যাপল আরও বলেছে, ডিভাইসগুলোর অতিরিক্ত গরম হওয়া নিয়ে গ্রাহকদের কোনও নিরাপত্তা ঝুঁকি নেই। তবে অন্যান্য কারণগুলো, যেমন ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টার, ২০ ওয়াট’এর বেশি চার্জিং এবং ব্যাকগ্রাউন্ড প্রসেসিং যা আইফোন রিষ্টোর হওয়ার পরপরই ঘটে। ফলে আইফোনগুলোকে স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি উষ্ণ করে তুলতে পারে।

ফোর্বসের বরাতে অ্যাপল সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কুও মনে করেন, সমাধানগুলো আইওএস ১৭.১ -এর সাথে আসা উচিত।

প্রসঙ্গত, অ্যাপল আইফোন ১৫ মডেলে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চ্যাসিস তৈরিতে টাইটানিয়াম ব্যবহার, চিপ ৩ ন্যানোমিটার প্রসেসর, নতুন ৬-কোর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) যা ফোনগুলোর অন্যতম বড় সেলিং পয়েন্ট বলে মনে করা হচ্ছিল। কারণ পরিবর্তনগুলো কারণে ‘রেসিডেন্ট ইভিল ভিলেজে’র মতো হেভি গ্রাফিক্স গেম নিবিড়ভাবে চালানো সম্ভব। কিন্তু উল্লেখযোগ্য সব ধরনের পরিবর্তন আনার পরও আইফোন ১৫ মডেলের ফোনগুলো নিয়ে গ্রাহকদের হতাশা চোখে পড়ার মতো। আশা করা যাচ্ছে, অ্যাপল খুব দ্রুত সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে পাবে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ১১:৩৫)
  • ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
335
3287960
Total Visitors