1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ভালোবাসায় মুক্তিপ্রাপ্তি ও তিরস্কারে পরিসমাপ্তি - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

ভালোবাসায় মুক্তিপ্রাপ্তি ও তিরস্কারে পরিসমাপ্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

যখন ভালোবাসা সুপ্ত হয়ে ওঠে তখন দিবালোক তিরস্কার দিয়ে বার বার উপহাসের ভঙ্গিতে অট্টহাসিতে মাতিয়া ওঠে। ভয়ংকর সে অট্টহাসি, যেনো অন্ধকারে লুকাইতো কোনো বিভীষিকার ন্যায় জীবনের সকল সুখ গ্রাস করিয়াছে। একটু সুখের সন্ধানে মন ব্যাকুল হইয়া ওঠে। প্রান্ত থেকে তেপান্তরে দৌড়াইতে থাকে কিন্তু কোথাও সুখের হদিস প্রাপ্ত হয় না। যে বন্ধুটা তাহার এতো দিনের আড্ডার সঙ্গী ছিলো সে-ও মুচকি হাসিলো।

সে হাসি যেন তাহার অঘাত প্রাপ্ত হৃদয় খানি আবার ফালাফালা করিয়া ফেলে। তাহার কাছে মনে হইতে  থাকে সমগ্র সংসার যেনো একত্র হইয়াছে তাহার দুঃখের উপহাস করিবার জন্য। মৃদু বাতাসে যখন গাছের পাতা নড়বড় করিয়া ওঠে, এ যেনো তারই উপহাসের এক নতুন পদ্ধতি। সূর্য রাশি ও যেনো তির্যকভাবে জলের উপর প্রতিফলিত হয়ে তাহার চোখ দু্টোকে জ্বালিয়ে দেওয়ার প্রচেষ্টায় মগ্ন।

এতক্ষণে তাহার নিজের কাছেই নিজেকে অসহ্য বোধ হইতে লাগিলো। ক্রমে ক্রমে সেই অসহ্যের মাত্রাটা নিজের মস্তিষ্কের উপর একছত্র আধিপত্য স্থাপন করিয়া নিলো। তখন নিজেই নিজেকে আঘাত করিতে থাকিলো, নিজের হাত নিজেই কামরাইতে কামরাইতে রক্ত পাত ঘটাইল। যেন এক নরপিশাচ জাগ্রত হইয়াছে তাহার মাঝে। তাহার মুখের মাঝে দুর্ধর্ষ রুপের ছায়া পড়িয়াছে। তাহার চোখ যেনো জলন্ত আলোক পিন্ডে রুপান্তিত হইয়াছে। যেনো এখনই সমগ্র সৃষ্টি জ্বালাইয়া ধ্বংস করিয়া দিবে। কিন্তু হটাৎই যেনো ঝুলন্ত একটা লতার সহিত নিজের কন্ঠনালী জড়িয়ে ছটফট করিতে করিতে শান্ত হইয়া গেল।

 মুহূর্তের ভিতরে তার সেই জ্বলন্ত চক্ষুদ্বয়তে এক রাশ ঘৃনা ভাসিয়া উঠিল। তবে এ ঘৃনা কাহার জন্য _সেতো এভাবে পরিশেষ করিতে চাহে নাই।

তাহাকে আমরা বাধ্য করিয়াছি, বাধ্য করিয়াছি ঘৃণা করিতে। একটু ভালোবাসা কি তাহাকে দিতে পারিতাম না? একটু সময় কি যথেষ্ট ছিলো না তাহাকে দেওয়ার মতো? প্রত্যহ  কতশত এমন খবর শুনিতে পাই। যাহারা অবহেলায়, অযত্নে, একটু ভালোবাসার অভাবে নিজেকে শেষ করিয়া দেয়। আমরা চাইলেই পারি তাহাদেরকে আমাদের মাঝে বাঁচাইয়া রাখিতে। তাহারা সবাই আমাদের কারো না কারো আপনজন।

আমরা সবাই যদি নিজেদের আপনজনের  উপর একটু নজর রাখি, প্রতিটা হতাশার সময় তাহাদের সঙ্গে একটু সময় কাটাই। যখন ভয় পাইবে তখন একটু সাহস দেই, যখন শূন্যতা অনুভব করিয়া থাকে তখন একটু আগলে রাখি ভালোবাসা দিয়া। তাহলে আমাদের এই প্রিয় মুখগুলোকে হারাইতে হয় না। একটা জীবন কখনো কোনো কিছু হতে বড় হইতে পারে না।

লেখাঃ সৌরভ দাস অমিত

আমাদের এই কলামে পাঠকের লেখা, সাহিত্য, গল্প, কবিতা প্রকাশিত হয়। লেখা পাঠাতে আমাদের ইমেইল করুন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ৮:৪৫)
  • ৩রা মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
339
3384201
Total Visitors